শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সির র‌্যাং‌কিং, ইং‌লিশ ক্রিকেটার জো রুট আবার শীর্ষে

স্পোর্টস ডেস্ক : বে‌শি দি‌নের কথা নয়, এক সপ্তা আ‌গে সতীর্থ হ্যারি ব্রুকের কাছে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন। এবার ভারতের বিপক্ষে শেষ হওয়া লর্ডস টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও শীর্ষে ফিরেছেন জো রুট। ---- অলআউট স্পোর্টস

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। গত সোমবার লর্ডসে শেষ হওয়া সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৪ ও দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন রুট।

সেই ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ২৩ রান করে তিন নম্বরে নেমে গেছেন ব্রুক। ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৬২। অন্যদিকে ৮৬৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন, যিনি গত ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছেন।

ভারতের অধিনায়ক শুভমান গিল লর্ডস টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় ছয় নম্বর থেকে নেমে গেছেন নয় নম্বরে। প্রথম ইনিংসে ৭৪ রান করেও এক ধাপ পিছিয়েছেন রিশাভ পান্ত। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার আছেন আট নম্বরে।

তবে ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। দুই ইনিংসে ফিফটি করে জাদেজা উঠে এসেছেন ৩৪ নম্বরে। অন্যদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রাহুল আছেন ৩৫ নম্বরে।

দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৩ রান করা যশস্বী জয়সওয়ালকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এসেছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান করেন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং তারকা।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরাহ। লর্ডসে প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন ভারতের এই ডানহাতি পেসার।

অন্যদিকে, ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্টে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক করে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে আছেন স্কট বোল্যান্ড। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ৯ রানে ৬ উইকেট নিয়ে ১০ নম্বরেই আছেন মিচেল স্টার্ক।

অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন জাদেজা, রেটিং পয়েন্ট ৪০৯। দ্বিতীয় স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের রেটিং পয়েন্ট ৩০৫।

  • সর্বশেষ
  • জনপ্রিয়