শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়ে ও‌য়েস্ট ইন্ডিজ বোর্ড কিংবদন্তিদের শরণাপন্ন 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয়, প্রথম দুই ম্যাচেও ছন্নছাড়া ব্যাটিং সঙ্গী ছিল তাদের। 

টানা ব্যাটিং ব্যর্থতায় অজিদের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর তিন কিংবদন্তি ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারার সঙ্গে জরুরি আলোচনার ডাক দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই)।

সোমবার জ্যামাইকায় তৃতীয় টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 

রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখেন দলের ৭ ব্যাটার, যা টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ। এছাড়াও শুরুর ছয় ব্যাটার মিলে করেছিলেন মাত্র ৬ রান। টেস্ট ইতিহাসে এটিও একটি নতুন রেকর্ড।

পুরো সিরিজের ছয় ইনিংসে কেবল একবারই দুইশ রান পার করতে পারে ক্যারিবিয়ানরা। দলের এমন ভরাডুবি কাটিয়ে ওঠার পথ খুঁজতে কিংবদন্তিদের শরণাপন্ন হচ্ছে সিডাব্লিউআই। 

আলোচনায় ক্যারিবিয়ান ইতিহাসের তিন কিংবদন্তি লয়েড, রিচার্ডস ও লারার সঙ্গে থাকবেন আগেই গঠিত ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটির সদস্য শিবনারাইন চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশ।

মঙ্গলবার এক বিবৃতি বোর্ড প্রেসিডেন্ট কিশোর শ্যালো বলেন, “আলোচনাকে শক্তিশালী করতে আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের ইতিহাসের তিন সেরা ব্যাটসম্যানকে: স্যার ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারাকে।

এটা শুধু আনুষ্ঠানিকতার জন্য নয়। তারা আমাদের স্বর্ণযুগের প্রতীক। তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আমাদের পরবর্তী ক্রিকেট উন্নয়নে মূল্যবান ভূমিকা রাখবে। আমরা চাই এই বৈঠক থেকে কার্যকর ও বাস্তবধর্মী সুপারিশ আসুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়