স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের কোচিং প্যানেলে দেশিদের সুযোগ দেওয়া নিয়ে কম আলোচনা হয়নি। সে আলোচনা থেমেছিলো মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ করার পর। কিন্তু তাকে নিয়েই এখন আবার হচ্ছে আলোচনা, তবে এবার নেতিবাচকভাবে।-- ডেইলি ক্রিকেট
সংবাদ মাধ্যমের শিরোনাম, দলের ভেতর সালাউদ্দিনকে নিয়ে অনেক অভিযোগ। দেশের অন্যতম সেরা কোচ হয়েও ক্রিকেটারদের পারফরম্যান্সে কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারেননি বলে এই আলোচনা যেনো আরও ঘনীভূত হয়েছে।
এবার এ নিয়ে নিজেই মুখ খুললেন টাইগারদের সহকারী কোচ। বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন।
তিনি বলেন, দেখুন বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। ভালো না করলে সমালোচনা হবে, এটা আমাকে মেনে নিতেই হবে। ভালো করলে বাহবা দিবে। দলের জন্য শতভাগ দিচ্ছি কিনা, দলের প্রতি আমি সৎ কিনা এটা আমার জন্য মূখ্য বিষয়।
'আজকে ২৭-২৮ বছর কোচিং করানোর পর আপনারা যখন বলে দলে অনেক অভিযোগ...অভিযোগগুলো আপনারা লিখে দিলে ভালো হতো।'
অভিযোগের কথা লিখলে সেটা প্রমাণ সহ দেওয়ার পরামর্শ সালাউদ্দিনের।
তিনি যেমনটা বলছিলেন, 'আপনি পাবলিকলি বলে দিলেন। আপনাকেতো প্রমাণ দিতে হবে। প্রমাণ দিলে ওই কোচের জন্যও ভালো হত। আমি যদি ভুল করে থাকি আমি শুধরাবো। কিন্তু আপনি একটু লিখে দিতে পারেন না। আমি ভালো না হলে বোর্ড আমাকে সরিয়ে দিবে।
নিজের ইচ্ছেয় জাতীয় দলে আসেননি উল্লেখ করে সালাউদ্দিন যোগ করেন, 'হয়তো আমি মানসিকভাবে অনেক শক্ত। অনেক দুর্বল মানুষ হয়তো পড়ে যেতে পারে। আর এমন না যে আমার এখানে চাকরি করতে হবে। আমার অনেক কিছু করার আছে। আর আমি এখানে নিজের ইচ্ছায়ও আসি নাই যে আমি চাইছি, আমাকে চাকরি দেন।