শিরোনাম
◈ পটুয়াখালী শিক্ষকের বাড়িতে ডাকাতি, আমেরিকা প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ◈ টোলপ্লাজায় ৬ জনের প্রাণহানি: দেড় কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার রুল ◈ ধামরাইয়ে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১ ◈ সড়‌কে অ‌বৈধ পা‌কিং ক‌রে যানজট সৃ‌ষ্টির অ‌ভি‌যো‌গে বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৯টি বাস জব্দ ◈ এবারে উলিপুরের এক মাদ্রাসায় শতভাগ ফেল, হতাশ অভিভাবকরা ◈ ঐকমত্য কমিশনের ব্যর্থতার দায় শুধু আমাদের নয়, সবার: ড. আলী রীয়াজ" ◈ “জিপিএ-৫ নয়, সৎ চরিত্রই আসল সাফল্য”—এসএসসি উন্মাদনা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভাবনার মন্তব্য ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা?

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলকে বদলে দিতে তামিম ও মুশফিকের পরামর্শ নিলো বিসিবি 

স্পোর্টস ডেস্ক : সবশেষ মৌসুমে সেরা বিপিএল আয়োজন করতে চাইলেও সেটা পারেনি ফারুক আহমেদের তৎকালীন বোর্ড। পুরনো ব্যর্থতা ও সমালোচনাকে পেছনে ফেলে বিপিএলকে বিশ্ব জুড়ে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন মাহবুব আনাম, আমিনুল ইসলাম বুলবুলরা। যার অংশ হিসেবে তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল। -- ক্রিক‌ফ্রেঞ্জি

বিপিএল নিয়ে প্রতি বছরই সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে। প্রতি আসরের আগে আশার কথা শোনানো হলেও শেষ পর্যন্ত সমালোচনাকে পাশ কাটাতে পারে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক যুগ পেরিয়ে গেলেও বিশ্ব দরবারে নিজের জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে নিজেদের ভুল শুধরে বিপিএলকে বদলে দিতে চায় বিসিবি।

কদিন আগেই বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন মাহবুব আনাম। দায়িত্ব নিয়েই বিসিবির এই পরিচালক জানান, বিপিএলের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করতে সাংবাদিক, খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসর ও সমর্থকদের সঙ্গে বসবেন তাঁরা। কথা অনুযায়ী নিজেদের কাজ শুরু করে দিয়েছেন বিপিএলের সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তারা।

যার অংশ হিসেবে ১৪ জুলাই মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, জাকির হাসান। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটারদের বাইরে সভায় ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খান ও বিসিবির পরিচালকরা।

সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা। জানা গেছে, ১৫ জুলাই বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল। পরবর্তীতে ক্রিকেট সমর্থক, কোচ, টেকনিক্যাল স্টাফ, পুরোনো ফ্র্যাঞ্চাইজি মালিক, স্পনসরদের সঙ্গেও আলাপ করবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়