শিরোনাম
◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া ◈ সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলো গরম পানিতে ঝলসানো দরিদ্র নারীকে ◈ রোনালদোর আল নাস‌রের নতুন কোচ জর্জ জেসুস

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার  এই‌ডেন মার্করাম আই‌সি‌সির জুন মা‌সের সেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন এইডেন মার্করাম। লর্ডসে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে দুই উইকেট নিয়ে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকান এই ব্যাটার।

প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ও বাউ ওয়েবস্টারের জুটি ভেঙেছিলেন মার্করাম। নিজের ষষ্ঠ বলেই হাফ সেঞ্চুরিয়ান স্মিথকে ফেরান ডানহাতি এই অফ স্পিনার। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। মিচেল স্টার্কের দারুণ এক ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই ফেরেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে ১০ম উইকেটে স্টার্ক ও জশ হ্যাজেলউড মিলে ৫৯ রান যোগ করেন।

৫৩ বলে ১৭ রান হ্যাজেলউডকে ফেরান ডানহাতি এই অফ স্পিনার। দুই ইনিংসে দুই উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি। অস্ট্রেলিয়ার দেয়া ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ১৪ চারে ২০৭ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন মার্করাম। আফ্রিকান ব্যাটারের এমন পারফরম্যান্সে ২৭ বছর পর আইসিসির কোন টুর্নামেন্টে শিরোপা জিতে প্রোটিয়ারা।

সাউথ আফ্রিকাকে শিরোপা জেতাতে অবদান রেখে এবার আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। পেছনে ফেলেন পেসার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে। মাসসেরা হওয়ার পর মার্করাম বলেন, ‘এমন একটা পুরস্কার পাওয়া আমার জন্য সম্মানের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে আমার দলের জন্য অবদান রাখতে পারা আমার জন্য বিশেষ কিছু।

লর্ডসে ফাইনাল জেতা সাউথ আফ্রিকার ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এটা এমন কিছু যা আমরা সারাজীবন মনে রাখব। দলের সবার সম্মিলিত এফোর্টেই ম্যাচটা জেতা সম্ভব হয়েছে। যেখানে কাগিসো রাবাদা ও টেম্বা বাভুমার পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ।

মেয়েদের ক্রিকেট আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার হয়েছেন হেইলি ম্যাথিউস। সাউথ আফ্রিকা সিরিজে ১২০.৪৯ স্ট্রাইক ও ৭৩.৫০ গড়ে ১৪৭ রান করেছেন তিনি। এ ছাড়া ডানহাতি অফ স্পিনে ২ উইকেট নিয়েছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। এমন পারফরম্যান্সে আফি ফ্লেচার ও তাজমিন ব্রিটসকে হারিয়ে মাসসেরা হয়েছেন ম্যাথিউস। ২০২১ সালের নভেম্বর, ২০২৩ সালের অক্টোবর ও ২০২৪ সালের এপ্রিলের পর আবারও মাসসেরা হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়