শিরোনাম
◈ “জিপিএ-৫ নয়, সৎ চরিত্রই আসল সাফল্য”—এসএসসি উন্মাদনা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভাবনার মন্তব্য ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ◈ রাজনী‌তি‌তে বিএন‌পি অ‌নেকটা কোনঠাসা, প্রশ্নের মু‌খে তা‌রেক রহমান  ◈ বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় আশাবাদী বিশ্ব ব্যাংক: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জোহানেস জুট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার  এই‌ডেন মার্করাম আই‌সি‌সির জুন মা‌সের সেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন এইডেন মার্করাম। লর্ডসে সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে দুই উইকেট নিয়ে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকান এই ব্যাটার।

প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ও বাউ ওয়েবস্টারের জুটি ভেঙেছিলেন মার্করাম। নিজের ষষ্ঠ বলেই হাফ সেঞ্চুরিয়ান স্মিথকে ফেরান ডানহাতি এই অফ স্পিনার। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। মিচেল স্টার্কের দারুণ এক ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই ফেরেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে ১০ম উইকেটে স্টার্ক ও জশ হ্যাজেলউড মিলে ৫৯ রান যোগ করেন।

৫৩ বলে ১৭ রান হ্যাজেলউডকে ফেরান ডানহাতি এই অফ স্পিনার। দুই ইনিংসে দুই উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি। অস্ট্রেলিয়ার দেয়া ২৮২ রানের লক্ষ্য তাড়ায় ১৪ চারে ২০৭ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন মার্করাম। আফ্রিকান ব্যাটারের এমন পারফরম্যান্সে ২৭ বছর পর আইসিসির কোন টুর্নামেন্টে শিরোপা জিতে প্রোটিয়ারা।

সাউথ আফ্রিকাকে শিরোপা জেতাতে অবদান রেখে এবার আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। পেছনে ফেলেন পেসার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে। মাসসেরা হওয়ার পর মার্করাম বলেন, ‘এমন একটা পুরস্কার পাওয়া আমার জন্য সম্মানের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে আমার দলের জন্য অবদান রাখতে পারা আমার জন্য বিশেষ কিছু।

লর্ডসে ফাইনাল জেতা সাউথ আফ্রিকার ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এটা এমন কিছু যা আমরা সারাজীবন মনে রাখব। দলের সবার সম্মিলিত এফোর্টেই ম্যাচটা জেতা সম্ভব হয়েছে। যেখানে কাগিসো রাবাদা ও টেম্বা বাভুমার পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ।

মেয়েদের ক্রিকেট আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার হয়েছেন হেইলি ম্যাথিউস। সাউথ আফ্রিকা সিরিজে ১২০.৪৯ স্ট্রাইক ও ৭৩.৫০ গড়ে ১৪৭ রান করেছেন তিনি। এ ছাড়া ডানহাতি অফ স্পিনে ২ উইকেট নিয়েছেন ক্যারিবীয় এই ক্রিকেটার। এমন পারফরম্যান্সে আফি ফ্লেচার ও তাজমিন ব্রিটসকে হারিয়ে মাসসেরা হয়েছেন ম্যাথিউস। ২০২১ সালের নভেম্বর, ২০২৩ সালের অক্টোবর ও ২০২৪ সালের এপ্রিলের পর আবারও মাসসেরা হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়