শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌টে‌স্টে বোলিং‌য়ে শতবছ‌রের রেকর্ডে নাম লেখা‌লেন অ‌স্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড

স্পোটর্স ডেস্ক : টেস্ট ইতিহাসে শত বছরের রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন অজি এ পেসার। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে গত ১১৫ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের মালিক হয়েছেন। টেস্টে অন্তত ২০০০ বল করেছেন এমন বোলারদের মধ্যে বোল্যান্ড এখন সবার ওপরে। -- ডেই‌লি ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে বোল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে গত ১১৫ বছরের মধ্যে সেরা বোলিং গড়ের মালিক হয়েছেন। টেস্টে অন্তত ২০০০ বল করেছেন এমন বোলারদের মধ্যে বোল্যান্ড এখন সবার ওপরে।

১৪টি টেস্টে বোল্যান্ড এখন পর্যন্ত ১৭.৩৩ গড়ে শিকার করেছেন ৫৯টি উইকেট। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি বার্ট আয়রনমঙ্গারকে যিনি ১৯২৮ থেকে ১৯৩৩ পর্যন্ত খেলা ১৪ টেস্টে ৭৪ উইকেট নিয়েছিলেন ১৭.৯৭ গড়ে। ১৯০০ সালের পর টেস্ট খেলা বোলারদের মধ্যে কেবল ইংল্যান্ডের সিড বার্নেসের গড়ই (১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট) বোল্যান্ডের চেয়ে ভালো।

স্যাবাইনা পার্কে ২২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় দিনে পেসারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় ১৪৩ রানে। বোল্যান্ড নেন ৩ উইকেট, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড পান ২টি করে।

বোল্যান্ডের কীর্তির দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে লিড নিয়েছে ৮২ রানের। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি অজিরা। ৯৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে প্যাট কামিন্সের দল। তিন নম্বরে নামা ক্যামেরন গ্রিন অপরাজিত আছেন ৪২ রানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল বোলার আলজারি জোসেফ, মাত্র ১৯ রানে নেন ৩ উইকেট।

প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়