শিরোনাম
◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া ◈ সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলো গরম পানিতে ঝলসানো দরিদ্র নারীকে ◈ রোনালদোর আল নাস‌রের নতুন কোচ জর্জ জেসুস ◈ ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ◈ সংখ্যালঘু সহিংসতা: অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক নয়, দাবি পুলিশের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সব ফরম্যাটে বিরাট কোহলিই সেরা,  মন্তব্য করলেন বন্ধু উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন আধুনিক ক্রিকেটের দুই মহারথী। রোহিত শর্মার অবসর নিয়ে বিশেষ আলোচনা না হলেও, বিরাট কোহলির টেস্ট থেকে সরে যাওয়া কেউ মেনে নিতে পারেনি।

যুবরাজ সিংয়ের এনজিওর একটি অনুষ্ঠানে এসে অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন কোহলি। মজাদার একটি মন্তব্য করেন তারকা ক্রিকেটার। কোহলি বলেন, 'সবে দু'দিন আগে আমি নিজের দাড়ি রং করেছি। নিজের দাড়ি চারদিন অন্তর রং করতে হলে বুঝে যেতে হবে সরে যাওয়ার সময় হয়ে গিয়েছে।' 

লন্ডনে যুবরাজের আয়োজিত গালা ডিনারে প্রচুর প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার একত্রিত হয়েছিল। গৌতম গম্ভীর-সহ গোটা ভারতীয় দল অনুষ্ঠানে হাজির ছিল। এছাড়াও ছিলেন শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা, ক্রিস গেইল, কেভিন পিটারসেন এবং আশিস নেহরা।

বিরাট কোহলির মজার উত্তর শুনে সবাই হেসে কুটিপাটি। কিন্তু কেন উইলিয়ামসন ভারতের তারকা ক্রিকেটারকে নিয়ে এখনও সিরিয়াস। দু'জন খুব ভাল বন্ধু। নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, সব ফরম্যাটে বিরাট কোহলিই বিশ্বসেরা।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেন, ''আমার মনে হয় গত ১৫ বছরে বিরাট কোহলি সব ফরম্যাটে সেরা ব্যাটসম্যান। ক্রিকেটপ্রেমী এক দেশে সব বাধা প্রতিকুলতাকে জয় করেই বিরাট কোহলি দিনের পর দিন শীর্ষে থেকেছে। ওর সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। দলে থাকার সময়ে দলের খেলোয়াড় হিসেবে নিজের সেরাটা দিয়ে থাকি, বাকি সময় আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে না।'' বিরাট কোহলি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৬১৭ ইনিংসে ৮২টি সেঞ্চুরি আর ১৪৩টি পঞ্চাশ করেন। তাঁর ঝুলিতে ২৭, ৫৯৯ রান।

গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন কোহলি। চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন কোহলি।

তাঁর সম্পর্কে উইলিয়াসমন বলেন, ''আমাদের সম্পর্কে একটা বৃত্ত রয়েছে। আমরা শুধু ক্রিকেটই খেলছিলাম না, আমরা একইসঙ্গে নিজেদের মতো করে সংসারও করছি। তাই বয়স যতই বাড়তে থাকে, একইরকমের মানুষের সঙ্গে সম্পর্কও বজায় থাকে।

গত বছর অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান উইলিয়ামসন। অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো অবসর নেবেন। 

উইলিয়ামসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কোনও ইচ্ছাই নেই তাঁর।

মিডলসেক্সের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন উইলিয়ামসন। কোহলিও এখন পরিবার নিয়ে লন্ডনে রয়েছেন। ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন বলে জানান উইলিয়ামসন। 

কোহলির প্রতি শ্রদ্ধা ঝরে পড়ে উইলিয়ামসনের। বিরাট কোহলির সাফল্য এখানেই। তিনি সবার শ্রদ্ধা আদায় করে নিয়েছেন। বিরাট মন্তব্য করলেন কেন উইলিয়ামসন। ফ্যাব ফোর নিয়ে যে বিতর্ক চলত, সেই বিতর্কের অবসান ঘটালেন কোহলির বন্ধু। 

এবার থেকে ক্রিকেট বিশ্বে ফ্যাব ফোর-এর মধ্যে শ্রেষ্ঠ কে, তা নিয়ে হয়তো আর কোনও তর্ক-বিতর্ক চলবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়