শিরোনাম
◈ “জিপিএ-৫ নয়, সৎ চরিত্রই আসল সাফল্য”—এসএসসি উন্মাদনা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভাবনার মন্তব্য ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ◈ রাজনী‌তি‌তে বিএন‌পি অ‌নেকটা কোনঠাসা, প্রশ্নের মু‌খে তা‌রেক রহমান  ◈ বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় আশাবাদী বিশ্ব ব্যাংক: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জোহানেস জুট

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টে‌স্টে ক্রিকে‌টে ভারতীয় দ‌লের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : এখনও লর্ডস টেস্টের এক ইনিংস এবং এরপরে আরও দুটি টেস্ট বাকি থাকলেও, ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। 

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই ভেঙে গেল একটি উল্লেখযোগ্য রেকর্ড। এবার বিদেশের মাটিতে একই টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এল ভারতীয় ব্যাটারদের দখলে। 

তৃতীয় টেস্ট শুরুর আগে পর্যন্ত এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের যৌথ দখলে। এই দুটি দলের সর্বোচ্চ ছক্কার সংখ্যা ছিল ৩২। কিন্তু ভারতীয় দল এখনই সেই সংখ্যা ছাড়িয়ে তিনটি টেস্টে ৩৬ ছক্কা হাঁকিয়ে ফেলেছে।

এখনও লর্ডস টেস্টের একটি ইনিংস বাকি যেখানে ব্যাট করবেন পন্থরা। চলতি টেস্ট ম্যাচে ছয় মারার অবদান রেখেছেন ঋষভ পন্থ (২), রবীন্দ্র জাডেজা (১), নীতিশ রেড্ডি (১) এবং আকাশ দীপ (১)। সিরিজের এখনও অর্ধেক বাকি, ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় দল এই ছক্কার সংখ্যা ৫০-এরও বেশি করে ফেলতে পারে। লর্ডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ম্যাচ দাঁড়িয়ে গেছে সমানে সমানে। ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়েছে, যা ঠিক ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর। কে এল রাহুলের অনবদ্য শতরান (১০০), পন্থের ঝোড়ো ৭৪ এবং জাডেজার ধীর স্থির ৭২ রানে ভারত বেশ ভাল জায়গায় পৌঁছেছিল।

কিন্তু শেষদিকে মাত্র ১১ রানে শেষ চার উইকেট হারিয়ে বসে ভারত, যা ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনে। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ক্রিস ওকস। যিনি ৩ উইকেট নিয়ে ভারতের রান তোলার গতি থামিয়ে দেন। তৃতীয় দিনের শেষ দশ মিনিটে মাঠে উত্তেজনার পারদ চড়ে যায়। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি এক ওভারে চারবার ব্যাট ছাড়েন, যা ভারতের অধিনায়ক শুভমান গিলের কাছে সময় নষ্ট করার কৌশল বলে মনে হয়। এরপর বুমরার একটি ডেলিভারি গ্লাভসে গিয়ে লাগে ক্রলির, তখন তিনি ফিজিও ডাকেন। গিল তখন হাততালি দিয়ে এবং স্লেজ করে ক্রলির উদ্দেশে কটাক্ষ করেন।

গোটা টিম ইন্ডিয়ার কাছেই স্লেজিংয়ের মুখে পড়েবন ক্রলি। শেষ পর্যন্ত বুমরার একটি সুইং করা বল ক্রলিকে বিভ্রান্ত করে দিনের খেলা শেষ হয় এক রোমাঞ্চকর মোড়ে। চতুর্থ দিনের খেলা শুরুর পর দুই ওপেনারের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। বেন ডাকেট শুরুতেই ফিরে যান সিরাজের বলে। জ্যাক ক্রলি আউট হন নীতীশ কুমার রেড্ডির বলে। তৃতীয় দিনের শেষ ওভারের ঘটনার কথা মাথায় রেখে এদিন শুরু থেকেই তেতে ছিল টিম ইন্ডিয়া। সেই চাপ নিতে পারেননি ইংল্যান্ডের শুরুর দিকের ব্যাটাররা। প্রথম দিকে পরপর উইকেট পড়লেও পরের দিকে জো রুট এবং অধিনায়ক বেন স্টোকস হাল ধরেন ম্যাচের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়