শিরোনাম
◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ◈ একদিনে ৭৮ প্রাণ, ৮০০’র বেশি নিহত ত্রাণ কেন্দ্রে, ইসরায়েলি হামলা অব্যাহত ◈ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা পাচ্ছেন দশম গ্রেড ◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ১১:০৯ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ-পাকিস্তান টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে ‌টি‌কিট সর্বনিম্ম ৩০০ টাকা

নিজস্ব প্রতি‌বেদক :  পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সর্বনিম্ন ৩০০ টাকায় মাঠে বসে দেখা যাবে। মঙ্গলবার (১৫ জুলাই) অনলাইনে সিরিজের টিকিট বিক্রি শুরু হবে।

রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মূল্য তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে মাঠের লড়াই উপভোগ করতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা টিকিটের মূল্য ইন্টারন্যাশনাল লাউঞ্জের (করপোরেট বক্স)।

৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান স্ট্যান্ডের টিকিট। এছাড়া ক্লাব হাউসের জন্য ৮০০, ইন্টারন্যানশাল গ্যালারির জন্য ১ হাজার ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য ২ হাজার ৫০০ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে।

সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ জন্য www.gobcbticket.com.bd ওয়েবসাইটে টিকিটের জন্য রেজিস্ট্রেশন করতে হবে দর্শকদের। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে।

অনলাইনে অবিক্রীত টিকিটগুলো ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের সামনের দুটি বুথে পাওয়া যাবে।

অন্যদিকে অনিশ্চয়তার পর বাংলাদেশ–পাকিস্তান সিরিজের সম্প্রচারক নিশ্চিত হয়েছে। নাগরিক টিভি ও টি স্পোর্টসে ম্যাচগুলো দেখা যাবে।

আগামী ২০ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২২ ও ২৪ জুলাই বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়