শিরোনাম
◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ১১:০৯ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ-পাকিস্তান টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে ‌টি‌কিট সর্বনিম্ম ৩০০ টাকা

নিজস্ব প্রতি‌বেদক :  পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সর্বনিম্ন ৩০০ টাকায় মাঠে বসে দেখা যাবে। মঙ্গলবার (১৫ জুলাই) অনলাইনে সিরিজের টিকিট বিক্রি শুরু হবে।

রোববার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মূল্য তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে মাঠের লড়াই উপভোগ করতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা টিকিটের মূল্য ইন্টারন্যাশনাল লাউঞ্জের (করপোরেট বক্স)।

৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান স্ট্যান্ডের টিকিট। এছাড়া ক্লাব হাউসের জন্য ৮০০, ইন্টারন্যানশাল গ্যালারির জন্য ১ হাজার ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য ২ হাজার ৫০০ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে।

সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ জন্য www.gobcbticket.com.bd ওয়েবসাইটে টিকিটের জন্য রেজিস্ট্রেশন করতে হবে দর্শকদের। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে।

অনলাইনে অবিক্রীত টিকিটগুলো ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের সামনের দুটি বুথে পাওয়া যাবে।

অন্যদিকে অনিশ্চয়তার পর বাংলাদেশ–পাকিস্তান সিরিজের সম্প্রচারক নিশ্চিত হয়েছে। নাগরিক টিভি ও টি স্পোর্টসে ম্যাচগুলো দেখা যাবে।

আগামী ২০ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২২ ও ২৪ জুলাই বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়