শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ

নিজস্ব প্রতি‌বেদক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে  হে‌রে‌ছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের দল। বাংলাদেশ সময় সন্ধ‌্যা  সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই সমতা ফেরাতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। আর লিটনের দল যদি হেরে যায় তাহলে এক ম্যাচ হাতে রেখেই টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেবে শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে বাংলাদেশ নেমেছিল চার ওপেনার নিয়ে। একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক। দ্বিতীয় ম্যাচে তারা ফিরবেন কিনা তা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে রয়েছে আলোচনা।

বাংলাদেশের একাদশে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেনের জায়গা এক প্রকার নিশ্চিত। তিন নম্বরে অধিনায়ক লিটন। প্রথম ওয়ানডেতে চার নম্বরে খেলেছিলেন মোহাম্মদ নাঈম শেখ। সাধারণত ওপেনার হিসেবে খেলা নাঈম ২৯ বলে ৩২ রান করে ছিলেন অপরাজিত। দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে না দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন জাকের আলী।

৫ নম্বরে তাওহীদ হৃদয়ের জায়গা মোটামুটি নিশ্চিত। এরপরেই আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে ২৩ বলে ২৯ রান করা মিরাজ যে দ্বিতীয় ম্যাচে থাকবেন তা বলাই যায়। ফিনিশার হিসেবে শামীম হোসেন পাটোয়ারীরও জায়গা এক প্রকার নিশ্চিত। এরপর লেগ স্পিনার রিশাদ হোসেন।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে খুব একটা ভালো করতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। দ্বিতীয় ম্যাচে তার জায়গা অনিশ্চিত। তার জায়গায় মুস্তাফিজ একাদশে ফিরতে পারেন। বাকি দুই পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের চোট না থাকলে তারা একাদশে নিশ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়