শিরোনাম
◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টানা ১০ জয়ের রেকর্ডে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক :  বুলাওয়ায়োতে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ইনিংস ও ২৩৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সাউথ আফ্রিকা। এই টেস্টে প্রোটিয়ারা যে বড় জয় পাবে তা আগে থেকেই অনুমেয় ছিল। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পরেছিল জিম্বাবুয়ে। এরপর আর ইনিংস হার থেকে রক্ষা পায়নি তারা। - ক্রিক‌ফ্রেঞ্জি

এর ফলে টানা টেস্ট জয়ের রেকর্ড গড়েছে সাউথ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে সাউথ আফ্রিকা এবারই প্রথম টানা ১০ টেস্টে জয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০০২ সালের মার্চ থেকে ২০০৩ সালের মে পর্যন্ত ৯টি টেস্টে জয়ের রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা। তারা নিজেদের আগের রেকর্ডই পেছনে ফেলেছে।

সিরিজের প্রথম টেস্টে টেম্বা বাভুমার পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন কেশভ মহারাজ। সেই ম্যাচে ৩২৮ রানের জয় পায় সাউথ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচ থেকে ইনজুরির কারণে ছিটকে যান তিনি। ফলে এই ম্যাচে নেতৃত্ব ভার পান উইয়ান মুল্ডার। অধিনায়কত্ব পেয়েই ইতিহাস গড়া ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মুল্ডার।

তিনি ব্রায়ান লারার বিশ্বরেকর্ড ৪০০ রানের ইনিংসের কাছাকাছি গিয়েও তার প্রতি সম্মান দেখিয়ে ইনিংস ঘোষণা করে দেন। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৬২৬ রানের পর জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র ১৭০ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

তারা তৃতীয় দিনের খেলা শুরু করেন ১ উইকেটে ৫১ রান নিয়ে। শেষ পর্যন্ত তারা ২২০ রানে থামে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস লজে;এ নিক ওয়েলচ। আর ৪৯ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৪০ রান এসেছে আরেক ব্যাটার তাকুদাওয়ানাশে কাইতানোর ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামিয়েছেন কর্বিন বশ ও সেনুরান মুত্তুস্বামী। দুজনে মিলেই নেন ৭ উইকেট। এর মধ্যে বশ পেয়েছেন ৪ উইকেট, মুত্তুস্বামীর ঝুলিতে যায় ৩ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ইথান ইউসুফ। আর একটি উইকেট পান অধিনায়ক মুল্ডার নিজেই।

ট্রিপল সেঞ্চুরির সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুল্ডার। আর সিরিজ জুড়ে ৭ উইকেটের পাশাপাশি ৫৩১ রান তুলে সিরিজ সেরার পুরষ্কারও উঠে তার হাতে। এই সিরিজে জিম্বাবুয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সাউথ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়