শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। শ‌নিবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। তার আগে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পর ২০ ওভারের ফরম্যাটের দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ নাঈম শেখ। ২০২৪ সালের মে মাসে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাইফউদ্দিন। এরপর থেকেই দলের বাইরে পেস বোলিং এ অলরাউন্ডার। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন নাঈম। টি-টোয়েন্টি সিরিজের দলেও তার ওপরে ভরসা রেখেছেন নির্বাচকরা।

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের।

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১০ জুলাই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৭:৩০ মিনিটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়