শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল

এল আর বাদল : হ‌লো না কো‌নো সিদ্ধান্ত, বিরাট–রোহিতদের ২২ গজে দেখার অপেক্ষা আরও বাড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সরকারি ঘোষণা না করলেও সূত্রের খবর, আগস্টে বাংলাদেশ সফরে আস‌ছে না টিম ইন্ডিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড এখনও কিছু না জানালেও শীঘ্রই সরকারি বিবৃতি দিয়ে দেবে।

জানা যাচ্ছে, বাংলাদেশ সফরে ক্রিকেটারদের সুরক্ষার দিকটা ভেবে দেখছে বোর্ড। কারণ এখন বাংলাদেশে যথেষ্টই অস্থিরতা চলছে। এই পরিস্থিতিতে সে দেশে দল পাঠাতে রাজি নয় বিসিসিআই।

প্রসঙ্গত, ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তিনটে ওয়ানডে ও তিনটে টি২০ ম্যাচ খেলার কথা ছিল ভারতের। রিপোর্টে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড খুব তাড়াতাড়ি যৌথভাবে এই বিষয়ে বিবৃতি দিতে পারে। তবে এখনই সিরিজ বাতিল বলা হচ্ছে না। আপাতত তা পিছিয়ে যাচ্ছে। পরে কোনও সময় এই সিরিজ করা যাবে কি না তা নিয়ে আলোচনা হবে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে।

রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী মাসে সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এক ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, বিসিবির তরফ থেকে বলা হয়েছে এখন ভারতের সঙ্গে সিরিজ হবে না। তাই টেন্ডার ডাকা হলেও সম্প্রচারের স্বত্ব বিক্রি হয়নি। আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ বোর্ড। সম্ভবত আগামী সপ্তাহেই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

বাংলাদেশ সিরিজ বাতিল বা পিছিয়ে গেলে কবে হবে তা ঠিক নেই। এরপর ভারতের সীমিত ওভারের সিরিজ রয়েছে অক্টোবরে। ১৯ অক্টোবর থেকে সেই সিরিজ শুরু হবে। তাই রোহিত, বিরাটকে ফের ২২ গজে দেখার জন্য অন্তত তিন মাস অপেক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়