শিরোনাম
◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের জন্য বরবাদ হয়ে গিয়েছিল আমির খানের বিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা জানান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। 

কেয়ামত সে কেয়ামত তক ছবিটি মুক্তির আগেই আইনি মতে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। কিন্তু রিনার পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। 

এক সাক্ষাৎকারে আমির বলেন, ''পালিয়ে গিয়ে বিয়ে করে বাড়ি ফেরার পর মনে হয়েছিল, কিছুই ঘটেনি। তিনি আরও বলেন, ভেবেছিলাম সবাই আমাকে জিজ্ঞাসা করবে, কী রে এতক্ষণ কোথায় ছিলি?

 কিন্তু সেই দিনটা ছিল সেই ঐতিহাসিক ভারত-পাকিস্তান ম্যাচ। শারজার সেই ম্যাচে চেতন শর্মার শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। 

ভারত-পাকিস্তানের সেই টানটান ম্যাচ নিয়ে সবাই মেতেছিলেন। আমির খান  যে বিয়ে সেরে বাড়ি ফিরেছেন, তা কেউ জানতেই পারেননি। 

আমির স্মৃতিরোমন্থন করে বলেন, ''সেদিন ভারত-পাক খেলা ছিল। শেষ বলে, জাভেদ মিয়াঁদাদ ছক্কা হাঁকিয়েছিলেন। সেদিন আমরাই জিতছিলাম, যার ফলে আমার দিকে কেউ মন দেয়নি। কিন্তু ওই ছক্কা সব কিছু নষ্ট করে দিয়েছিল।'' 

জাভেদ মিয়াঁদাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমির খানের। সেই সময়ে তারকা অভিনেতা বলেন, ''জাভেদ ভাই, আপনি ঠিক কাজ করেননি। আমার বিয়ে আপনি বরবাদ করে দিয়েছিলেন।'' মিয়াঁদাদ পালটা জিজ্ঞাসা করেন, ''কী করে তোমার বিয়ে আমি বরবাদ করলাম?'' আমির বলেন, ''আপনি ছক্কা মেরেছিলেন। অবসাদে চলে গিয়েছিলাম আমি।

বিয়ের কথা শোনার পরে রিনার পরিবার মোটেও খুশি হয়নি। খবরটা শোনার পরে রিনার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। দুই পরিবার কাছে এসেছিল। পরে রিনার পরিবার বিয়ে মেনে নিয়েছিল। এদিকে আমির খানের বোন ফারহাত রিনার ভাইকে বিয়ে করেন। ২০০২ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আমির খান ও রিনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়