শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ সফর নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড, পূর্ব নির্ধারিত সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল তা‌দের। তবে তারা এই মুহূর্তে বাংলাদেশে আসতে চায় না। বছরের শেষে কিংবা পরবর্তী কোনো উইন্ডোতে খেলতে চায় সিরিজটি। এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমের।

তবে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন তারা এখনো আলোচনা করে যাচ্ছেন।

যদিও বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন কোনো কারণে এই মুহূর্তে ভারত আসতে না পারলে পরবর্তী কোনো ফাঁকা সময়ে ঠিকই মাঠে গড়াবে সিরিজটি।

৩০ জুন তিনি বলেন, 'আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আয়োজন করা যায়। কোনো কারণে তারা যদি এই মুহূর্তে আসতে না পারে...আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। পরবর্তী এভেইলএবল উইন্ডোতে হবে।

'আমরাতো উইন্ডো খালি রেখেছি, আমরা চেষ্টা করবো ওই সময়টাতে খেলার। আলোচনা চলছে, এর বেশি কিছু বলতে পারছি না। তারা খুব পেশাদার এবং সহযোগী।

উল্লেখ্য, সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। ইতোমধ্যে বিসিবি সূচিও ঘোষণা করে দিয়েছিলো।

১৭, ২০ ও ২৩ আগস্ট মাঠে গড়ানোর কথা ছিল ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সূচি অনুসারে ২৬, ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হতো টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়