শিরোনাম
◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন ◈ বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল ◈ একযোগে ১৫ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল ◈ পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, ৮১% সামরিক সরঞ্জাম চীনা: দাবি ভারতের জেনারেল রাহুল সিংয়ের ◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে ◈ পাটগ্রামে থানায় হামলার প্রসঙ্গ টেনে জামায়াত আমিরের মন্তব্য: ‘এই পরিস্থিতিতে কী নির্বাচন হবে?’ ◈ পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা মাইদুলসহ গ্রেফতার ৪, বিএনপির অস্বীকৃতি ◈ "যা হারিয়েছি, তা কোনো বিনিময়েই পূরণ হবার নয়" - শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি ◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ সফর নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড, পূর্ব নির্ধারিত সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল তা‌দের। তবে তারা এই মুহূর্তে বাংলাদেশে আসতে চায় না। বছরের শেষে কিংবা পরবর্তী কোনো উইন্ডোতে খেলতে চায় সিরিজটি। এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমের।

তবে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানাতে পারেনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন তারা এখনো আলোচনা করে যাচ্ছেন।

যদিও বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন কোনো কারণে এই মুহূর্তে ভারত আসতে না পারলে পরবর্তী কোনো ফাঁকা সময়ে ঠিকই মাঠে গড়াবে সিরিজটি।

৩০ জুন তিনি বলেন, 'আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আয়োজন করা যায়। কোনো কারণে তারা যদি এই মুহূর্তে আসতে না পারে...আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। পরবর্তী এভেইলএবল উইন্ডোতে হবে।

'আমরাতো উইন্ডো খালি রেখেছি, আমরা চেষ্টা করবো ওই সময়টাতে খেলার। আলোচনা চলছে, এর বেশি কিছু বলতে পারছি না। তারা খুব পেশাদার এবং সহযোগী।

উল্লেখ্য, সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। ইতোমধ্যে বিসিবি সূচিও ঘোষণা করে দিয়েছিলো।

১৭, ২০ ও ২৩ আগস্ট মাঠে গড়ানোর কথা ছিল ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সূচি অনুসারে ২৬, ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হতো টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়