শিরোনাম
◈ আন্দোলনের পর সেনানিবাসে আশ্রয়: ২৪ রাজনীতিবিদ কে কোথায় ◈ বৃক্ষমেলায় হঠাৎ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী ◈ আজ পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি ও জামায়াত ◈ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম ◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন ◈ অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মওসুম শেষ হ‌লে রিয়াল মা‌দ্রিদে আর খেল‌বেন না লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক : ১৩ বছর ধরে সান্তিয়াগো বার্নাব্যুকে মাতিয়ে রাখা ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচ শেষবারের মতো নামবেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ক্লাব ও মদ্রিচ দু’পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার।

শনিবার (২৪ মে) লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবেন মদ্রিচ। সেটিই হবে বার্নাব্যুতে তার বিদায়ী ম্যাচ। এরপর যুক্তরাষ্ট্রে জুনে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপের সঙ্গেই শেষ হবে মাদ্রিদ অধ্যায়। ক্লাব বিশ্বকাপ শুরু হবে ১৮ জুন থেকে, আর তাতেই রিয়ালের হয়ে শেষবার খেলবেন মদ্রিচ। ২০১৮ সালে মদ্রিচ ব্যালন ডি’অর জিতে মেসি-রোনালদোর দশকব্যাপী আধিপত্যে ছেদ ফেলেছিলেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। শুধু রিয়ালেরই নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও নিজের নাম লেখান স্বর্ণাক্ষরে।

বিদায়ী বার্তায় ইনস্টাগ্রামে মদ্রিচ জানিয়ে দেন,‘আমি আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই এই ক্লাবকে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে, কোচ, সতীর্থ ও অসংখ্য সমর্থককে। বার্নাব্যুতে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে।

এদিকে রিয়াল মাদ্রিদ বিবৃতি জানিয়ে মদ্রিচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে,‘ক্লাব এবং বিশ্ব ফুটবলের এক কিংবদন্তির প্রতি রিয়াল মাদ্রিদ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছে। ২০১২ সালে ক্লাবে যোগ দেওয়ার পর মদরিচ ছিলেন রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা এক সময়ের অপরিহার্য অংশ।

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন লুকা মদ্রিচ। এরপর সময়ের সাথে নিজেকে পরিণত করেন ক্লাব ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী ফুটবলার হিসেবে। ১৩ বছরে রিয়ালের জার্সিতে খেলেছেন ৫৯০টি ম্যাচ, করেছেন ৪৩টি গোল এবং ৯৫টি অ্যাসিস্ট। এই সময়ে জিতেছেন ২৮টি শিরোপা। যার মধ্যে আছে রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি ক্লাব বিশ্বকাপ, ৫টি উয়েফা সুপার কাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ৫টি স্প্যানিশ সুপার কাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়