নিজস্ব প্রতিবেদক : ৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার তৃতীয় দিনে দুইটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ১০০ মিটার ফ্রি স্টাইলে বিকেএসপির মনির খান তন্ময় ও ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে একই প্রতিষ্ঠানের তারিন খাঁ নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এবার আসরে চারটি নতুন জাতীয় রেকর্ড হলো।
মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ১৮ থেকে ২০ বছর ক্যাটাগরিতে ১০০ মিটার ফ্রি স্টাইলে ৫৫ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড করেন মনির খান তন্ময়। ২০২১ সালে গোপালগঞ্জ সুইমিং ক্লাবের মোঃ ইসলামের রেকর্ড ভাঙেন তিনি। ইসলাম সময় নিয়েছিলেন ৫৫ দশমিক ৩৪ সেকেন্ড। নতুন জাতীয় রেকর্ড করে দারুন খুশি তন্ময়।
বিকেএসপি'র এই সাঁতারু জানান, 'রেকর্ড ভাঙতে পেরে আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মা ফজরের নামাজ পড়ে আমার জন্য দোয়া করত। আমিও ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইছি যেন আমার রেকর্ড আজকে হয়। আল্লাহর কাছে চেয়েছি তাই আল্লাহ আমাকে দিয়েছে। সাঁতার অনেক কষ্টের। কিন্তু যখন আমি রেকর্ড করি তখন এই কষ্ট আর কষ্ট মনে হয় না।
এদিকে দ্বিতীয় দিনের মত শুক্রবার তৃতীয় দিনেও ডাইভিংয়ে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে বিকেএসপির তারিন খাঁ ২৭১ দশমিক ৬৫ পয়েন্ট স্কোর করে নতুন জাতীয় রেকর্ড গড়েন। গত বছর শিমুল পারভেজের করা রেকর্ড ভাঙেন তিনি।বিকেএসপির শিমুল ২৫৫ দশমিক ৪ স্কোর করেছিলেন।