শিরোনাম
◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম ◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন ◈ অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক ◈ বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ও নিউ‌জিল‌্যা‌ন্ডের চার দিনের ম্যাচ ড্র ◈ সালাউদ্দিন আহমেদের কাছে সারজিসের ৩ আহ্বান ◈ ‘ড. ইউনূসকে ঘিরে একটি চক্র’, ভেতরে চার-বাইরে তিন : সংকট ঘনীভূত ◈ ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি পদত্যাগ চায় না: সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাতীয় দলে নয়, আ‌মি  ফ্র্যাড়ঞ্চাইজি লিগে খে‌লে যা‌বো: সা‌কিব

স্পোর্টস ডেস্ক :বাংলা‌দেশ ক্রিকে‌টের এক সম‌য়ের পোস্টার বয় সা‌কিব আল হাসান দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন। পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন টাইগার এ অলরাউন্ডার। তবে সাকিবের জন্য মাঠে ফেরাটা খুব একটা সহজ ছিল না।

রাজনৈতিক পটভুমি পরিবর্তনের পর জাতীয় দলের জায়গা হারিয়েছেন। সেই সাথে যোগ হয়েছিল বোলিংয়ে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বেশ ভালোই বিপাকে পড়েছিলেন সাকিব। তবে সব বাধা উপেক্ষা করে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। আর ক্রিকেটে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত সাকিব। -- ডেই‌লি ক্রিকেট

টাইগার এ অলরাউন্ডার বলেন, ‘অনেকদিন পর ক্রিকেটে ফিরলে আপনি স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত থাকেন। তবে সেই সঙ্গে দেখতে হয় শরীর কীভাবে সাড়া দিচ্ছে। অনেকদিন পর খেলা একটু আলাদা, তবে আমার জন্য ভালোই হয়েছে। লাহোর কালান্দার্সের পরের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে।

আপাতত জাতীয় দলের ভাবনায় নেই সাকিব। সেটা ভালোই জানেন টাইগার অলরাউন্ডার। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দিকে নজর সাকিবের।

তিনি বলেন, ‘আমি এখনই অন্যান্য লিগে, বিশেষ করে পাকিস্তান সুপার লিগে খেলতে চাই। আগামী চার-পাঁচ মাসে কী হবে জানি না। তবে এখন আমার কিছু কনট্র্যাক্ট আছে। আমি অবশ্যই বিভিন্ন লিগে খেলব।’

পিএসএলে ফিরে খুব একটা খারাপ করছেন না সাকিব। এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ১ ওভারে ৪ রান দিয়ে শিকার করেছেন ১টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়