শিরোনাম
◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম ◈ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব: সন্দেহ হলেই বাতিল ভিসার আবেদন ◈ অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক ◈ বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ও নিউ‌জিল‌্যা‌ন্ডের চার দিনের ম্যাচ ড্র ◈ সালাউদ্দিন আহমেদের কাছে সারজিসের ৩ আহ্বান ◈ ‘ড. ইউনূসকে ঘিরে একটি চক্র’, ভেতরে চার-বাইরে তিন : সংকট ঘনীভূত ◈ ড. ইউনূসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয়, বিএনপি পদত্যাগ চায় না: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ প্রয়োজনে গুঁড়িয়ে দেব: লালমনিরহাট বিমানঘাঁটি নিয়ে হুঁশিয়ারি ভারতের সাবেক সেনা কর্মকর্তার

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের বিরু‌দ্ধে ম্যাচ খে‌লে টেস্ট ক্রিকেট‌কে বিদায় বল‌বেন লঙ্কান ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক : আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে অনু‌ষ্ঠিতব‌্য টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে সাদা পোশাকের বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে দলের প্রয়োজন হলে সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন শ্রীলঙ্কার এই তারকা অলরাউন্ডার।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ম্যাথিউস। ২০০৯ সালে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে অভিষেক হয় আগামী সপ্তাহে ৩৮ বছর পা দিতে যাওয়া এই ক্রিকেটারের। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ১১৯ ম্যাচ।  

আগামী ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ।

বিদায়ী বার্তায় ম্যাথিউস লেখেন, গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলাটা আমার কাছে সবচেয়ে বড় সম্মানের ও গর্বের। ক্রিকেটকে আমার সবকিছু দিয়েছি এবং ক্রিকেটও আমাকে সবকিছু দিয়েছে এবং আমাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে।

টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিলেও আমি নির্বাচকদের সঙ্গে আলোচনা করেছি যে, সাদা বলের ফরম্যাটের দলের জন্য আমি থাকব, যদি কখনও দেশের আমার প্রয়োজন হয়।

প্রায় এক বছর ধরে লঙ্কানদের সীমিত ওভারের দলের বাইরে আছেন ম্যাথিউস। তবে আগামী বছর ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাওয়ায় টুর্নামেন্টের জন্য তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

কুমার সাঙ্গাকারা (১২ হাজার ৪০০ রান) ও মাহেলা জয়াবর্ধনের (১১ হাজার ৮১৪ রান) পর টেস্টে শ্রীলঙ্কার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ৮ হাজার ১৬৭ রানের মালিক ম্যাথিউস। হাঁকিয়েছেন ১৬টি শতক। ডানহাতি পেস বোলিংয়ে শিকার করেছেন ৩৩ উইকেট। দেশকে ৩৪টি টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়