স্পোর্টস ডেস্ক : আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে সাদা পোশাকের বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে দলের প্রয়োজন হলে সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন শ্রীলঙ্কার এই তারকা অলরাউন্ডার।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ম্যাথিউস। ২০০৯ সালে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে অভিষেক হয় আগামী সপ্তাহে ৩৮ বছর পা দিতে যাওয়া এই ক্রিকেটারের। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ১১৯ ম্যাচ।
আগামী ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ।
বিদায়ী বার্তায় ম্যাথিউস লেখেন, গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলাটা আমার কাছে সবচেয়ে বড় সম্মানের ও গর্বের। ক্রিকেটকে আমার সবকিছু দিয়েছি এবং ক্রিকেটও আমাকে সবকিছু দিয়েছে এবং আমাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে।
টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিলেও আমি নির্বাচকদের সঙ্গে আলোচনা করেছি যে, সাদা বলের ফরম্যাটের দলের জন্য আমি থাকব, যদি কখনও দেশের আমার প্রয়োজন হয়।
প্রায় এক বছর ধরে লঙ্কানদের সীমিত ওভারের দলের বাইরে আছেন ম্যাথিউস। তবে আগামী বছর ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাওয়ায় টুর্নামেন্টের জন্য তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
কুমার সাঙ্গাকারা (১২ হাজার ৪০০ রান) ও মাহেলা জয়াবর্ধনের (১১ হাজার ৮১৪ রান) পর টেস্টে শ্রীলঙ্কার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ৮ হাজার ১৬৭ রানের মালিক ম্যাথিউস। হাঁকিয়েছেন ১৬টি শতক। ডানহাতি পেস বোলিংয়ে শিকার করেছেন ৩৩ উইকেট। দেশকে ৩৪টি টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি।