শিরোনাম
◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ ◈ গেজেট হলেই ৬১ আসনের সীমানা নির্ধারণ: ইসি সচিব ◈ ভারতের হামলার জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তান সেনাবাহিনী ◈ ভারত-পাকিস্তান যু‌দ্ধের কার‌ণে চলমান আইপিএল বন্ধ হ‌বে না:  বিসিসিআই ◈ ‌ক্রিকেট দ‌লের পা‌কিস্তান সফর নি‌য়ে বিপা‌কে প‌ড়ে‌ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ◈ ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

একই ভেন্যুতে বার বার ম্যাচ খেলার সুবিধার কথা স্বীকার করলেন মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অভিযোগ, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সবগুলো ম্যাচ একই ভেন্যুতে খেলা নিয়ে বাড়তি সুবিধা পাওয়ার। কিন্তু বিষয়টিকে মানতে রাজি ছিলেন না দলটির অধিনায়ক রোহিত শর্মা।

তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর সুবিধা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ শামি। মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেট হারায় ভারত। ডানহাতি পেসে ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন শামি।

ম্যাচ শেষে শামি বলেন, এটি আমাদের অবশ্যই সাহায্য করেছে, কারণ আমরা এখানের কন্ডিশন এবং পিচের আচরণ সম্পর্কে জানতাম। এক ভেন্যুতে সব ম্যাচ খেলাটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট।

অবশ্য শামি সুবিধা পাওয়ার কথা মেনে নিলেও একই প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রীতিমত তেলেবেগুনে জ্বলে উঠে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বলেন,  কোন ধরনের বাড়তি সুবিধা? আমরা একদিনও এখানে অনুশীলন করিনি। আমরা অনুশীলন করেছি আইসিসি একাডেমিতে, যেখানের পরিবেশ আর এখানের পরিবেশ পুরোপুরি ভিন্ন। কিছু মানুষ শুধু অভিযোগ করতেই ভালোবাসে।

টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানে গিয়ে ভারত খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। রোহিতের দল ফাইনালে ওঠায় আগামী রোববারের শিরোপা লড়াইটিও হবে এই মাঠে। দুবাইয়ের মাটিতে ভারতের রেকর্ডও বেশ দুর্দান্ত। এখানে খেলা ১০ ওয়ানডের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়