তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আগামীকাল বৃহস্হপতিবার (৮ মে) বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম।
জেলা রেড ক্রিসেন্টের উপ যুব প্রধান ১. ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মিজানুর রহমান, এ্যাডহক কমিটির সদস্য মোশাররফ হোসেন বেলাল, ডা: কাজী শান্তুনু সায়হাম অর্নব, আশরাফুল ইসলাম বাবু, মো: তানভীর রুবেল, শাহ আলম পালোয়ান, রেডক্রিসেন্ট যুব ইউনিট প্রধান ইফতিয়ার উদ্দিন রিফাত প্রমুখ।
প্রতিযোগিতায় প্লে থেকে দশম শ্রেণির বিভিন্ন শিক্ষার্থীরা অংগ্রহণ করেন। চিত্রাংক প্রতিযোগীতা চলাকালে জেলা যুব রেড ক্রিসেন্টের সকল সদস্য উপস্থিত ছিলেন। এই উপলক্ষে বৃহস্পতিবার বিজয়ীদের মাঝে পুরস্ককার বিতরণ করা হবে।