তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল এলাকা থেকে ১৮৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।বুধবার (৭ মে) মাঝরাতে অভিযানে আটকৃত কারবারি হলেন, জেলার বিজয়নগরে কাশিনগর এলাকার মো:ফারুক মিয়ার ছেলে মোঃ জসীম মিয়া (৩৫)।
বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল সিঙ্গারবিল ইউপির কাশিনগর মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮৮ বোতল ফেনসিডিল ফেনসিডিল উদ্ধার করে।
এসময় মোঃ জসীম মিয়া মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।