পাহেলগামে পর্যটকদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর ভারতীয় সশস্ত্র বাহিনীর চালানো ‘অপারেশন সিঁদুর’-এর কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাসীর উদ্দেশে একলাইন বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আজ (৭ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সামাজিক মাধ্যমে দেওয়া ওই বার্তায় জয়শঙ্কর বলেন, বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।
উল্লেখ্য, ২২ এপ্রিল পাহেলগামের ঘটনার পর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন জয়শঙ্কর। আলজেরিয়া, গ্রিস, সিয়েরা লিওন, গায়ানা, পানামা, স্লোভেনিয়া ও সোমালিয়ার নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।
ওই আলাপচারিতায় ভারতের অবস্থান তুলে ধরে জয়শঙ্কর বলেছিলেন, পাহেলগামের ঘটনার দায়ীদের বিচারের আওতায় আনা হবে—এই প্রতিশ্রুতিতে ভারত অটল।
মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান। এ পাল্টা-পাল্টি হামলায় দুইদেশে এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছে এবং ভারতীয় ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।