শিরোনাম
◈ এবার পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ (ভিডিও) ◈ আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি ◈  ভার‌তের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরীফ ◈ মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল‌লেন, সর্বকা‌লের সেরা টুর্না‌মেন্ট হ‌বে ২০২৬ ফিফা বিশ্বকাপ  ◈ রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেল‌বেন না ◈ বিএনপির নির্বাচনের দাবির বিপক্ষ জোরালো হচ্ছে, নির্বাচন চাওয়াকে অপরাধ বলছেন নেতারা ◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

২০২৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর গত ১৩ মাসে শুধু এগিয়েছেনই বাংলাদেশের এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র‍্যাঙ্কিংয়েও পেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্‌যাপন করার বিরল কীর্তি গড়া মিরাজ। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান।

এক ধাপ এগোনো মিরাজের রেটিং পয়েন্ট এখন ৩২৭। পয়েন্টের হিসাবেও মিরাজের সর্বোচ্চ এটি। আগের সর্বোচ্চ ছিল ২৯৫। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন শুধু রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের পয়েন্ট ঠিক ৪০০। মিরাজ ছাড়াও শীর্ষে পাঁচে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। গত বছর পাকিস্তান সফরে সর্বশেষ টেস্ট খেলা সাকিব আছেন পাঁচে।

২৭ বছর বয়সী মিরাজ চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র ইনিংসে ১০৪ রান করেন এবং জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতা মিরাজ ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ৫৫ নম্বরে উঠেছেন। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে।

বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া সাদমান ইসলাম ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠেছেন। ব্যাটিংয়ে শীর্ষ ৩০-এ নেই বাংলাদেশের কেউ। ৩৮ নম্বরে থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে লিটন দাস। এরপরই আছেন মুশফিকুর রহিম (৪০)। বোলিংয়ে বাংলাদেশের ১ নম্বর বোলার তাইজুল সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন। অফ স্পিনার নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে উঠেছেন ৫৪ নম্বরে।

টেস্ট ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট ও  বোলিংয়ে ভারতের যশপ্রীত বুমরা আছেন শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়