শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : এই ম্যানচেস্টার সিটির কাছেই গত দুই আসরে শিরোপা খুইয়ে ছিলো আর্সেনাল। এবার তাদেরই বিধ্বস্ত করলো  কোচ মিকেল আর্তেতার দল। ম্যাচ শুরু হতেই গুরুতর এক ভুল করে বসে ম্যানচেস্টার সিটি। দীর্ঘ প্রচেষ্টায় পিছিয়ে পড়ার সেই ধাক্কা সামলে নিলেও, রক্ষণ জমাট রাখতে পারেনি তারা। হাইভোল্টেজ ম্যাচে আগ্রাসী ফুটবলে লিগ চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করলো আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-১ গোলে জিতেছে গতবারের রানার্সআপরা। মার্টিন ওডেগোরের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন আর্লিং হলান্ড। কিন্তু সিটির উচ্ছ্বাস থেমে যায় পরমুহূর্তেই। পরের ২০ মিনিটে টমাস পার্টি, মাইলস লুইস-স্কেলি ও কাই হাভার্টজের লক্ষ্যভেদে এবং শেষ দিকে ইথান নোয়ানেরি দুর্দান্ত এক গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে আর্সেনাল। বিডিনিউজ

প্রায় ১৭ বছরের মধ্যে এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো অ্যাওয়ে ম্যাচে ৫ গোল হজম করলো সিটি। এর আগে সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল ২০০৮ সালের মে মাসে, মিডলসবরোর বিপক্ষে হেরেছিল ৮-১ গোলে।
আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল, একেবারে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছিল সিটি।

নভেম্বর-ডিসেম্বরের ছন্দপতনে শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে গেছে সিটি। তবে নতুন বছরে ঘুরে দাঁড়ায় তারা। টানা ছয় ম্যাচ অপরাজিত (চার জয় ও দুই ড্র) থাকার পর ফের লিগে হারের স্বাদ পেল দলটি।
অন্যদিকে, গত ২ নভেম্বরের পর আর হারেনি আর্সেনাল। ২৪ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে নটিংহ্যাম ফরেস্ট। আসরে সপ্তম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণ ছন্দে এগিয়ে চলা লিভারপুল ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। গত দুই আসরের এক ও দুই নম্বর দলের লড়াই শুরু হতেই গড়বড় করে ফেলেন মানুয়েল আকাঞ্জি। তাতে দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে বসে সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়