শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

স্পোর্টস ডেস্ক : দুই ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড উয়েফা ইউরোপা লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে । বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে মাঠে গড়ায় আসরের একাধিক ম্যাচ। রোমানিয়ার ক্লাব এফসিএসবি’কে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। এফসিএসবি’র মাঠে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে ইংলিশ ক্লাবটি। তবে ফিনিশিংয়ের অভাবে ডেডলক ভাঙতে পারছিল না তারা। ফলে প্রথমার্ধ গোলশুন্য রেখে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে দিয়াগো দালোতের ফিনিশিংয়ে ১-০ গোলের লিড নেয় রেড ডেভিলসরা। ৮ মিনিটের ব্যবধানে গারনাচোর অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ২-০ করেন কোবে মাইনো। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে, সুইডিশ ক্লাব এলফবোর্গকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে প্রথমার্ধে সুবিধা আদায় করে নিতে পারেনি টটেনহ্যাম। গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে নড়েচড়ে বসে স্বাগতিকরা।

ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত। স্কার্লেটের গোলে লিড পায় স্পার্স। এরপর ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অজাই। শেষদিকে, ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে স্টিভেন মোরের ফিনিশিংয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করে টটেনহ্যাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়