শাখাওয়াত মুকুল: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপির গণসমাবেশের আগে যে ধর্মঘট করা হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও সাধারণ শ্রমিক-মালিকদের কোনো ধরণের সম্পর্ক নেই। আমার নিজেরও কোন সম্পৃক্ততা নেই।
সোমবার (৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। তিনি দাবি করেন, পুরোপুরি সরকারের নির্দেশে অতি উৎসাহী পুলিশসহ স্থানীয় প্রশাসন আর ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভয়ভীতি দেখিয়ে পরিবহন ধর্মঘট করেছে।শিমুল বিশ্বাস বলেন, সবাই জানেন তারপরও আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়েই এই কথা বলছি। ইতিমধ্যে পরিবহন সংশ্লিষ্ট স্থানীয় মালিক ও শ্রমিক নেতারা বিভিন্ন গণমাধ্যমে সেই বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন, এমনকি জাতীয় সংসদেও বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট নিয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। গত বুধবার জাতীয় সংসদে পরিবহন ধর্মঘট প্রসঙ্গে আমার নাম জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমনকি এই ইস্যুতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদও প্রতিনিয়ত মিথ্যা বক্তব্য দিচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে আজকে আমার এই সংবাদ সম্মেলন।
শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক ও মালিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন কুক্ষিগত করে রেখেছে ক্ষমতাসীনরা। যার ফলে সরকার সড়ক পরিবহন মালিক/শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে বিএনপির গণ-সমাবেশের আগে ধর্মঘট ডাকছে।
গণসমাবেশের আগের সামগ্রিক পরিস্থিতি ও রাজনৈতিক বাস্তবতা আমলে নিলে এটা দিবালোকের মত পরিষ্কার যে, আমার নাম ও সড়ক পরিবহন শ্রমিক সংগঠনকে জড়িয়ে যোগাযোগ ও সেতুমন্ত্রীসহ সরকারি দলের মন্ত্রীরা যেসব বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যমূলক অপকৌশল মাত্র। সংবাদ সম্মেলনে সংগঠনের একাধিক কেন্দ্রীয় নেতাসহ ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন এলাকার শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এসএম/এএ