ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা ওসমান হাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তিনি আরও বলেন, ‘ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি। ওসমান হাদী এমন এক যোদ্ধা যার কথা জাতি যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ তায়ালা জাতীয় এই বীর কে জান্নাতবাসী করুক এবং শোকাহত পরিবার কে ধৈর্য ধরার তৌফিক দান করুক।’