শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির মৃত্যু: শুক্রবার সারাদেশে কফিন মিছিলের ডাক ‘জুলাই ঐক্যের’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে রাজপথে বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সারাদেশে ‘কফিন মিছিল’ পালন করবে সংগঠনটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতির মাধ্যমে এই শোকাবহ কর্মসূচির কথা জানান।

বিবৃতিতে ইসরাফিল ফরাজী অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।” তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানোর পাশাপাশি এই বিপ্লবী যোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এক অগ্রসেনানী। তার এই ত্যাগের প্রতি সম্মান জানিয়েই শুক্রবার সারাদেশে সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। জুমার নামাজ শেষে এই ‘কফিন মিছিল’ সফল করতে সাধারণ জনগণকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দেশে ও বিদেশে কয়েক দফা চিকিৎসা শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই লড়াকু তরুণ। তার মৃত্যুতে পুরো রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখন ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়