সাবেক তথ্য উপেদষ্টা মাহফুজ আলম বলেছেন, হাদির খুনিদের অবিলম্বে ভারত থেকে বের করতে হবে। এটা আমাদের মৌলিক দাবি। যতক্ষণ পর্যন্ত ফেরত না দেবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখা দরকার আছে বলে মনে করি না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে শাহবাগে বিক্ষোভের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ভারতকে বলবো আমাদের কথা শুনতে হবে। খেল তামাশা বন্ধ করতে হবে। অন্যথায় আমাদের যেমন ঘুম হারাম হয়েছে, আপনাদেরও তেমনি ঘুম হারাম করে দেবো।
তিনি বলেন, পাঁচ আগস্টের মতো আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা শহিদী মৃত্যু চাই। আমরা অবিলম্বে ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত চাই। এটি কোনও সুশীল দাবি নয়, আমরা দাবি কার্যকর করতে চাই। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি। তাদের সুযোগ ছিলো জুলাই গণহত্যার বিপক্ষে অবস্থান নেওয়ার। এই দেশের পটপরিবর্তনকে স্বীকার করুন। তরুণ প্রজন্মকে মেনে নিন। তিনি আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।