শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উত্তেজনা তৈরির টার্গেট: জুলকারনাইন সায়ের ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের আগে আফগা‌নিস্তান ও না‌মি‌বিয়ার বিরু‌দ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা‌দেশ ◈ কোনো কিছু ধ্বংস করে হাদি ভাইকে ধারণ করা যাবে না: হাসনাত আবদুল্লাহ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে পা‌কিস্তান দুই ভা‌গে সিরিজ খেলবে ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচন সামনে রেখে ম্যারাথন বৈঠকে ব্যস্ত বিএনপি ◈ মেসির ভারত সফরে কোটি কোটি টাকা খরচ, দে‌শের ফুটব‌লের কী উপকার হ‌লো, প্রশ্ন ভারতীয় তারকার ◈ হাসনাতকে ঘাড়ে গুলির পরামর্শ দিলেন ভারতীয় সাবেক কর্নেল ◈ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল শাহবাগ, সকাল থেকেই জড়ো হচ্ছেন ছাত্র-জনতা ◈ অগ্নিদগ্ধ ডেইলি স্টার ভবনের ছাদে আটকা পড়া সাংবাদিকদের ক্রেন দিয়ে উদ্ধার ◈ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাতভর শাহবাগ অবরোধ, সকালে যোগ দিলেন এনসিপি নেতারাও

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করলেন ঢাবির শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙানো হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানান অনেক শিক্ষার্থী।

এ ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপন করেন।

মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ এক প্রতিক্রিয়ায় বলেন, হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। কিন্তু নানা প্রশাসনিক ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। হাদী ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা তৈরি করেছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করেছি।

হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন, আমরা মনে করি, বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হল রাখা উচিত নয়। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে।

তবে এই নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়