স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারীতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ভারত ও শ্রীলঙ্কায়। প্রতিবারের মতো এবারও বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ।
বিশ্বকাপে যাওয়ার আগে বিপিএল খেলবেন লিটন কুমার দাসরা। ভারতে গিয়ে মূল্য টুর্নামেন্টে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসি থেকে প্রতিপক্ষ কারা হবে তা না জানালেও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, প্রতিপক্ষ দুটি আফগানিস্তান ও নামিবিয়া।
বৃহস্পতিবার গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘বিপিএল শেষ হওয়ার আগেই (বিশ্বকাপের) কাজ শুরু হয়ে যাবে। যারা টপ ফোরে যাবে না, তাদের (দলের ক্রিকেটারদের) নিয়ে কাজ শুরু হয়ে যাবে। বিপিএলের ফাইনাল শেষে ঘরের মাঠেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে। যদি ভুল না করি, ২৮ তারিখে দল চলে যাবে, সেখানে বেঙ্গালুরুতে ২টি প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি, নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে।
বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে একবার না, দুবার আসবে বাবর আজমরা। কারণটা পিএসএলের সাথে বাংলাদেশ সফরের সূচিটা হয়েছে কিছুটা সাংঘর্ষিক।
এই প্রসঙ্গে ফাহিম বলেন, ‘পিএসএলের কারণে পাকিস্তান সিরিজ কিছুটা শিফট হচ্ছে আমাদের। বাকিটা বলতে পারব না, এইটুকুই আলাপ করেছি। (পিএসএলের আগে না পরে?) কিছুটা আগে কিছুটা পরে। (দুই ভাগে হচ্ছে?) হ্যাঁ দুই ভাগে হচ্ছে।