কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় একটি বাড়ির ছাদে উঠে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও ছুড়ি সহ বেশ কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
১৬ ডিসেম্বর মধ্যরাতে চান্দিনা উপজেলা মহিচাইল গ্রামের আব্দুর রহিমের বসত বাড়ির ছাদ থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, চান্দিনার মহিচাইল গ্রামের আব্দুর রহিম এর ছেলে মো. হানিফ (২৬), মো. আলম মিয়ার ছেলে কাউছার (২৩), মৃত নূর ইসলাম এর ছেলে মো. সোহেল (২২), বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের খোকন মিয়ার ছেলে মোবারক হোসেন (৩০), এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে মো. জুয়েল (২৪)।
এসময় আটককৃতদের কাছ থেকে ৬টি ছুরি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি ইলেক্ট্রিক সকার সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, সংঘবদ্ধ ডাকাতচক্র পাশের একটি বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের ১৭ ডিসেম্বর বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে আমাদের চেষ্টা।