মনিরুল ইসলাম: সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ১৫ আগস্ট শুক্রবার ভোর ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে তার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তার সঙ্গে যাচ্ছেন সহধর্মিণী মিসেস বিলকিস আক্তার হোসেন ও ছেলে ড. খন্দকার মারুফ।
গত ১২ আগস্ট সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে নিজের সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়ার আহ্বান জানিয়েছেন।