শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

'সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই' – কেরানীগঞ্জের সমাবেশে হুশিয়ারি বিএনপির

'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায়

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হুশিয়ারি দিয়ে বলেছেন, "সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই।" তিনি আরও অভিযোগ করেন, "শিক্ষা আর স্বাস্থ্য – এই দুইটা দখল করছে জামায়াত।"

শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপির উদ্যোগে 'যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন' এর দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে, সে তার ওয়াদা পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দেবে – এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য্য ধরে রাখছি।"

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, "যারা নির্বাচন চাই না, সংস্কার সংস্কার করে এটা-সেটা… এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাচ্ছে, গোপনে খবর রাখে না। এই পরাগ মন্ডলকে যে অপহরণ করল, আপনারা সবাই তার নাম জানেন… সে এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কী জিনিস আপনারা একটু চিনে রাখেন।"

বক্তারা আগামী ঢাকা-৩ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

'যেকোনোভাবে ঐক্যকে ধরে রাখতে হবে'

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ বলেন, "আমি আহ্বান করব, আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, বিনির্মাণ করার আমাদের শপথ আছে, শহীদের রক্তের শপথ আছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার শপথ আছে, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে। সেই বাংলাদেশে ইনশাল্লাহ নেতৃত্ব দেবেন তারেক রহমান, আমাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকবজ। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন। সেই রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে।"

'১৬ বছর ওদের শান্তি সমাবেশ'

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান বলেন, "অনেকদিন পর একটি সমাবেশে এখানে বক্তৃতা দিতে আসলাম। গত ১৬টা বছর বিএনপির মিটিং করলে তারাও পাশেই ডাকা হতো আওয়ামী লীগের শান্তি সমাবেশ। আহা রে শান্তি!"

তিনি আরও বলেন, "শান্তি সমাবেশে আসতো কারা? এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম সাহেব, মন্দিরের পুরোহিত? না। শান্তি সমাবেশে আসতো এলাকার সবচেয়ে বড় গুণ্ডা, এলাকার সবচেয়ে বড় যে মাস্তান, তারাই ওই শান্তি সমাবেশে আসতো। তারা যে পথ দিয়ে আসতো, খুটখাট আওয়াজ হতো। সেই আওয়াজ অস্ত্রের আওয়াজ। শেখ হাসিনার আমলে শান্তির মা মারা গিয়েছিলেন… দাফন করে দিয়েছিলেন শেখ হাসিনা।"

'লন্ডন বৈঠকের অনেকের গা জ্বালা'

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, "লন্ডনে বাংলাদেশের জনপ্রিয় দলের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দেড় ঘণ্টা ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতার সাথে বৈঠক করবেন এটাই স্বাভাবিক।"

তিনি যোগ করেন, "এই বৈঠকে অনেকের গা জ্বলছে। কোনো লাভ নেই। দেশের প্রধান ও সবচেয়ে জনপ্রিয় দলের সাথে বৈঠক হবে এটাই জনগণ আশা করেছে এবং সেটাই হয়েছে।"

'দুই পরাজিত শক্তির যোগসাজশ'

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, "গতকাল দেখলাম জামায়াতের নেতা বলেছেন, যেনো তেনোভাবে নির্বাচন হতে দেয়া হবে না। আরে ভাই, যেনো তেনোভাবে নির্বাচনের ইতিহাস জামায়াতে ইসলামীর। এই জামায়াতই ’৮৬ সালে স্বৈরাচারের ডাকে নির্বাচনে গেছে। ’৯৬ সালে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছিল।"

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী বলছে, বিএনপি নাকি সারাদেশে দখলবাজি করেছে। আমরা বলি, কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল মারবেন না। দেশের মানুষ দেখেছে ৫ আগস্টের পরে প্রথম ব্যাংক ডাকাতি করেছে কারা? এই জামায়াতে ইসলামী। ৫ আগস্টের পরে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কারা দখল করেছে? এই জামায়াতে ইসলামী। আজকে ’২৪'র পরাজিত শক্তি এবং ’৭১'র পরাজিত শক্তি – এই দুই শক্তির যোগসাজশ আমরা দেখতে পাচ্ছি।"

কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন, "জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোট চায়।" কেরানীগঞ্জ দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়