জাতীয় সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি নেতারা। আজ শনিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে এক বিশাল সমাবেশে নেতারা এই হুঁশিয়ারি দেন। দুপুর ২ টায় থানা বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে’ দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গনে এই সমাবেশ হয়। দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দেয়।
সমাবেশের প্রধান বক্তব্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, 'আমি আহবান করব, আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, বিনির্মাণ করার আমাদের শপথ আছে, শহীদের রক্তের শপথ আছে, গণ অভ্যুত্থানের আকাঙ্খার শপথ আছে। সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে। সেই বাংলাদেশে ইনশাল্লাহ নেতৃত্ব দেবেন আমাদের সকলের নেতা বাংলাদেশের নেতা, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকবজ তারেক রহমান। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিবর্তন পরিণত করবেন সেই রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে।'
তিনি আরো বলেন, 'ঐক্যই আমাদের শক্তি, যে ঐক্য গড়ে উঠেছে ফ্যাসীবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখব, সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলে ঐক্যবদ্ধ থাকব, সমস্ত জাতি ঐক্যবদ্ধ থাকবো, সমস্ত গণতান্ত্রিক শক্তি, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো।'
সালাহউদ্দিন বলেন, 'আমাদের মধ্যে যেন কোনো বিভক্তি না আসে। গণতান্ত্রিক শক্তির মধ্যে বিবেক সৃষ্টির কোন প্রচেষ্টা যেন সফল না হয়। আমরা সেই ঐক্যকে ধরে রেখে আমরা সবাই গণতান্ত্রিকভাবে প্রয়োজনে আমরা দ্বিমত পোষণ করব, দ্বিমতপোষণ করব। আমরা সকলে মিলে তারপরে দিন শেষে একটি রাস্তাতে এগিয়ে যাবে সেই রাস্তা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার রাস্তা, সেই রাস্তা হচ্ছে গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রাস্তা।'