শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ০১:৫০ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও)

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর! এখন থেকে সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরতে না গিয়েই ঘরে বসেই অনলাইনে বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট সত্যায়নের কাজ সম্পন্ন করা সম্ভব। ‘MyGov’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা সহজে গ্রহণ করা যাচ্ছে।

আগে যেকোনো শিক্ষাগত সার্টিফিকেট সত্যায়নের জন্য শিক্ষার্থীকে নিজ প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হতো। কিন্তু এখন এই পুরো প্রক্রিয়াটি করা যাচ্ছে অনলাইনে, একবারেই।

এজন্য প্রথমে https://mygov.bd ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল তৈরি করে ‘বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন’ অপশনে ক্লিক করতে হবে। এখানে সরাসরি পররাষ্ট্র বা শিক্ষা মন্ত্রণালয়ের নাম উল্লেখ না থাকলেও, নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে আবেদন করলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যায় এবং একসাথেই সত্যায়ন সম্পন্ন হয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংক পেমেন্টের বিস্তারিত নির্দেশনাও ওয়েবসাইটেই দেওয়া আছে। অনলাইনে আবেদন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই ডাউনলোডের জন্য একটি সত্যায়িত কপি পাওয়া যায়, যাতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বীকৃতি যুক্ত থাকে।

ব্যবহারকারীরা জানাচ্ছেন, এই প্রক্রিয়ায় ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করে আবেদন সম্পন্ন করা সম্ভব হচ্ছে। অনেকে একই ফর্ম দিয়ে একাধিক সার্টিফিকেটের সত্যায়ন করে ফেলছেন সফলভাবে।

এটি সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের একটি কার্যকর উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময়, খরচ ও হয়রানি কমিয়ে বিদেশগামীদের জন্য এটি একটি যুগান্তকারী পরিবর্তন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়