শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন নির্দেশনা

এবার ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় চলাচলে ব্যাটারিচালিত অটো রিকশাকে লাইসেন্স নিতে হবে। কর্পোরেশন নির্ধারিত এলাকার বাইরে এসব চলাচল করতে পারবে না। আইন ভাঙ্গলে এসব যানবাহন শাস্তির আওতায় আসবে।

এমনই এক বিধান করে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ অধ্যাদেশ জারি করেন।

আইনের সংজ্ঞায় সংশোধন এনে শ্লথগতির সাধারণ যানবাহন যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, শ্লথগতির সাধারণ যানবাহন বলতে সড়ক, নগর বা কর্পোরেশনের নির্ধারিত এলাকায় জনসাধারণের চলাচলের ব্যবহৃত মানবচালিত, পশুচালিত বা প্যাডেলচালিত নিম্নগতির যানবাহন অথবা তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা)।

আইনের একটি তফসিলে সংশোধনী এনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সিটি কর্পোরেশনের লাইসেন্স এবং নিবন্ধন ব্যতীত নগরীতে মোটরযান বা মোটরগাড়ি ছাড়া অন্যকোন শ্লথগতির সাধারণ যানবাহন রাখতে, ভাড়া দিতে বা চালাতে পারবে না।

তফসিলে আরও একটি সংশোধনী এনে লাইসেন্স এবং নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানোর অনুমোদিত গতিসীমার অতিরিক্ত গতিতে চালানো, অতিরিক্ত যাত্রী বহন অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, যাত্রী ব্যতীত মালামাল পরিবহন, সিগন্যাল অমান্য বা দুর্ঘটনার পর পালিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

সিটি কর্পোরেশন মনে করলে নির্ধারিত স্থানে ই-রিকশায় ব্যবহৃত ব্যাটারি চার্জকরণ, ব্যাটারিবিনষ্টকরণ বা পুনর্ব্যবহারযোগ্যকরণ এবং চলাচল সীমিতকরণ ও বাস চলাচলের রুটে ই-রিকশায় নিষিদ্ধ করতে পারবে। সূত্র: নিউজ২৪ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়