শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মানসিক স্বাস্থ্যসেবা ‘খোলা জানালায়’ অংশগ্রহণের অনুরোধ

মনিরুল ইসলাম: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সদস্য ও তাদের পরিবারের শারীরিক ও মানসিক উৎকর্ষ এবং স্বাস্থ্যসেবায় নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময় হেলথ ক্যাম্পেরও আয়োজন করা হয়। তবে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এবার নিয়মিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মানসিক স্বাস্থ্য শক্তিশালী করতে পাক্ষিক বিশেষ স্বাস্থ্যসেবা “খোলা জানালা” চালু করতে যাচ্ছে ডিআরইউ।
 
প্রতিনিয়ত সাংবাদিকদের মুখোমুখি হতে হয় জুলাইয়ের অভ্যুত্থান কিংবা মাইলস্টোনের মত ভয়াবহ মৃত্যু, বীভৎস ঘটনা ও দৃশ্যের ট্রমা ও স্ট্রেসের। হামলা হুমকি তো আছেই, আছে ব্যক্তিগত থেকে পেশাগত জীবনের নানা অস্থিরতাও। ফলে মনের ওপর চাপ বাড়ে । কিন্তু শারীরিক ক্ষতের চিকিৎসা করলেও মনের ক্ষত গোপনে পুষে রাখেন অনেকেই। তাই দুর্যোগ, দুর্ঘটনা, পেশাগত কিংবা ব্যক্তিগত যেকোন কারণে সদস্যদের বিপর্যস্ত মনের স্বাস্থ্য পুনর্গঠনে এই উদ্যোগ নিয়েছে ডিআরইউ।
 
আগামী মঙ্গলবার (২৯ জুলাই) শফিকুল কবির মিলনায়তনে সকাল ১১টায় এই নিয়মিত  পাক্ষিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিআরইউ সভাপতি জনাব আবু সালেহ আকন।  

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে সাম্প্রতিক মাইলস্টোন ও গতবছরে জুলাই অভ্যুত্থানে দায়িত্বরত সাংবাদিকসহ ডিআরইউ সদস্যদের অংশগ্রহণে ট্রমা ও স্ট্রেস ম্যানেজমেন্টের উপর একটি গ্রুপ সেশনও পরিচালনা করবেন “মনের বন্ধু”-এর হেড অফ মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং লিড সাইকোলজিস্ট কাজী রুমানা হক । 

এই পাক্ষিক স্বাস্থ্যসেবার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন। 

ডিআরইউ আয়োজিত এই মানসিক স্বাস্থ্যসেবা “খোলা জানালায়“ অংগ্রহণের জন্য সদস্য ও পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়