শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৪:৪১ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ডিআরইউর ফল উৎসব

নিজস্ব প্রতি‌বেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র (ডিআরইউ) ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছ, বুধবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উৎসব চলে। ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ আয়োজনে ছিল আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, গাব, ড্রাগন, জাম্বুরা, আমড়া, লটকন, কামরাঙ্গা, আমলকি, কলা, করমচা, বাঙ্গি, তরমুজ ও পেঁপেসহ ১৬ পদের বাহারি ফল।

সম্মিলিতভাবে ফল উৎসবের উদ্বোধন করেন ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের সহযোগিতাকারী প্রতিষ্ঠান হিউম্যান রিসোর্স  ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরডিসি) ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন ফল উৎসব ২০২৫ এর আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার। ফল উৎসবের সদস্য সচিব ছিলেন কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, ফারুক আলম ও সুমন চৌধুরীসহ সংগঠনের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়