শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে মেলেনি অনেক হিসাব, হতাশ রাজনৈতিক বিশ্লেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ◈ ভারতে জু‌নিয়র বিশ্বকাপ হ‌কি খেল‌বে না পা‌কিস্তান, নাম তুলে নিলো ◈ সিএনজি অটোরিকশা রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে লড়ে গেলেন চালক, আপ্রাণ চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ বাবার জম্মবা‌ষিকী পালন ক‌রে বাসায় ফেরার প‌থে গরুর সঙ্গে বাইকের ধাক্কায় ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু ◈ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন? ◈ ভারতের হোটেলের ডাই‌নিং‌য়ে ইঁদুরের উৎপাতে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা আত‌ঙ্কিত ◈ মনোনয়ন পেতে চলছে দৌঁড়ঝাপ, বিএনপির কীভাবে হচ্ছে প্রার্থী বাছাই? ◈ বাজেট সংশোধন শুরু ডিসেম্বরে, যুক্ত হবে নতুন পে-স্কেল কার্যকরের বিধান ◈ দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় চট্টগ্রাম বন্দরে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ◈ যে কারণে জামায়াত হেফাজতের দূরত্ব!

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:১৭ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প–পুতিন বৈঠক স্থগিতের পর রাশিয়ার পারমাণবিক মহড়া

রয়টার্স: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গেরিতে পরিকল্পিত বৈঠক স্থগিতের ঘোষণার পরপরই রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। ক্রেমলিনের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দিচ্ছেন। 

বুধবার (২২ অক্টোবর) রাশিয়া জানায়, তারা স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল—যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। আরও শক্তি জাহির করতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দীর্ঘ-পাল্লার টিইউ-২২এম৩ কৌশলগত বোমারু বিমানগুলো বাল্টিক সাগরের ওপরের আকাশে উড়েছে, এ সময় সম্ভবত নেটো সদস্য দেশগুলোর যুদ্ধ বিমান দ্বারা সেগুলিকে পাহারা দেওয়া হয়।

রাশিয়া ও ইউক্রেন পরস্পরের ওপর ভারি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, এমন সময় যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন শান্তি উদ্যোগ আবারও অনিশ্চয়তায় পড়েছে। গত সপ্তাহে ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলে শিগগিরই হাঙ্গেরিতে বৈঠকের ঘোষণা দিলেও, সোমবার দুই দেশের শীর্ষ কূটনীতিকের ফোনালাপের পরপরই হোয়াইট হাউজ জানায়, আপাতত ট্রাম্প-পুতিন বৈঠকের কোনও পরিকল্পনা নেই। 

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি 'অর্থহীন কোনও বৈঠক' করতে চান না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেন, 'বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি, নিবিড় প্রস্তুতির জন্য সময় লাগবে।' তবে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক বাতিল হয়নি, বরং ট্রাম্প এখন এশিয়া সফরে মনোযোগ দিচ্ছেন। রয়টার্স জানায়, বৈঠক স্থগিতের আগে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল—যুদ্ধবিরতির শর্ত হিসেবে তারা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডনবাস পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে চায়। এই শর্ত ট্রাম্পের 'উভয় পক্ষ এখনকার অবস্থানে থেকে যুদ্ধ থামাতে পারে'—এই প্রস্তাবের বিপরীত।

তিন বছর আট মাস ধরে চলা রুশ আগ্রাসনের মুখে ইউরোপীয় দেশগুলো এখন কিইভের প্রতিরক্ষা জোরদারে পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবে বুধবার সুইডেন জানায়, তারা ইউক্রেনে গ্রিপেন যুদ্ধবিমান রপ্তানির বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে। সুইডিশ প্রতিরক্ষা নির্মাতা সাব-এর সদর দপ্তর সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিইভ আগামী বছর থেকেই এই বিমানগুলো হাতে পেতে চায় এবং অন্তত ১০০টি গ্রিপেন সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এই গ্রিপেন যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের এফ-৩৫ এর মতো যুদ্ধবিমানগুলোর তুলনায় কম দামের এবং টেকসই ও ব্যবহারের উপযোগী বিমান বলে পরিচিত।

ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার বৈঠকে বসছেন ইউক্রেনকে ১৬,৩০০ কোটি ডলারের ঋণ দিতে রাশিয়ার জমে থাকা সম্পদ ব্যবহার করা নিয়ে। মস্কো এই পদক্ষেপকে 'চুরি' বলে অভিহিত করেছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'আমাদের স্বাধীনভাবে এই তহবিল ব্যবহার করার অধিকার থাকা উচিত—শুধু ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে অস্ত্র কিনতেই নয়।' 

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার রাতে ফরাসি-ব্রিটিশ 'স্টর্ম শ্যাডো' ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলের একটি রাসায়নিক স্থাপনায় হামলা চালিয়েছে। কিইভের কর্মকর্তারা আরও জানান, রাশিয়ার হামলায় রাজধানী ও আশপাশে ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে এবং দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক অংশীদারদের আহ্বান জানিয়েছেন, 'আসন্ন শীতের আগে অতিরিক্ত জ্বালানি সহায়তা দিন, না হলে মানবিক সংকট দেখা দিতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়