শিরোনাম
◈ নাটোরের ১৩ টন গুলির খোসা পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি! ◈ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা ◈ ‘সব সূচকে নাজুক অবস্থায় দেশের অর্থনীতি’ ◈ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর ◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন তাঁকে টার্গেট রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম।

দীর্ঘ ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। তিনি বর্তমানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিতভাবে চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহের শনি ও রোববার ছাড়া বাকি পাঁচ দিন হাসপাতালের থেরাপি সেশনে অংশ নিতে হয় তাঁকে।

বৃহস্পতিবার ‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে পূর্ব লন্ডনে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্যরা।

ইলিয়াস কাঞ্চনের সহ-অভিনেত্রী সোনিয়া, যিনি বর্তমানে লন্ডনে আছেন, নিয়মিত তাঁর খোঁজখবর রাখছেন। তিনি বলেন, ‘চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন। আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’

ইলিয়াস কাঞ্চনের বর্তমান অবস্থা সম্পর্কে জামাতা আরিফুল ইসলাম বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হলে চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছি।’

তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন পুরোপুরি কথা বলতে পারেন না। তবে প্রয়োজনে ছোট ছোট শব্দে সাড়া দেন। সার্জারির পর থেকে তাঁর কথা বলা কষ্টকর হয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে।

২৬ এপ্রিল চলচ্চিত্রকার ইলিয়াস কাঞ্চনকে অসুস্থ অবস্থায় লন্ডনে হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক অপারেশনের আগে জানান, পুরো টিউমার অপসারণ করা যাবে না। এতে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। 

চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী, টিউমারটির কিছু অংশ অপসারণ এবং বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরপর চার সপ্তাহ চিকিৎসকের অবজারভেশনে থাকবেন ইলিয়াস কাঞ্চন। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়