তপু সরকার হারুন শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে চরপক্ষিমারী ইউনিয়নে জামায়াতের শেরপুর এক আসনের মনোনয়ন কৃত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ করেছেন। প্রশাসনের কাছে বিচার চেয়ে তাৎক্ষনিক প্রতিবাদ।
২৪ আগষ্ঠ শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নে শেরপুর সদর আসনের প্রার্থী সাবেক কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রশিবির সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম এর নির্বাচনি গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা করে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন সহ
অন্তত ২০ জন আহত হয়েছে বলে অভিযোগ করেন ।
সভাপতি শফিউল ইসলাম স্বপন সহ কয়েকজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে । তাকে দেখতে জেলা জামায়াতের সভাপতি সহ শিবিরের ভিবিন্ন নেতাকর্মী
অবস্থান করছেন এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাবেক কেন্দ্রী বাংলাদেশ ছাত্রশিবির সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছেন শেরপুর জেলা পুলিশের কাছে ।
এদিকে শেরপুর জেলা বিএনপি রাতেই ছাত্রদল যুবদল দল ও বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠন নেতাকর্মীরা শহরে বিশাল এক মিছিল করে জামায়াতে ইসলামের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।