শিরোনাম
◈ নাটোরের ১৩ টন গুলির খোসা পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি! ◈ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা ◈ ‘সব সূচকে নাজুক অবস্থায় দেশের অর্থনীতি’ ◈ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর ◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনজি অটোরিকশা রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে লড়ে গেলেন চালক, আপ্রাণ চেষ্টা, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাই করে নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। এ সময় নিজরে বাহনটি রক্ষা করতে এর পেছনে ঝুলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের পরও লড়াই করে যাচ্ছেন চালক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে কক্সবাজারগামী এক যাত্রী নাজির উদ্দিন শাহ তার ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ঘটনাটি ঘটেছে বন্দর উপজেলার মদনপুর এলাকায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফরমে ভাইরাল হয়ে যায়।

ঘটনার সত্যতা ও অবস্থান নিশ্চিত করতে না পারলেও, ভিডিওটি দেখে তদন্তে নেমেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাম পাশের দরজা খুলে আরেকজন একইভাবে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। পরে একপর্যায়ে একজন ছিনতাইকারী তাকে একটি মোবাইল ফোন ফেরত দেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। তবে ঘটনাস্থল শনাক্ত করতে ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা।

তিনি আরও জানান, ঘটনাস্থল হিসেবে চিহ্নিত মদনপুর সিএনজিস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে, তবে ছিনতাইকারী চক্র বা ব্যবহৃত অটোরিকশার কোনো তথ্য মেলেনি। এখনো কেউ থানায় মামলা বা অভিযোগ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়