শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্তির প্রস্তাবের প্রতিবাদে আজ বিকালে রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানের (হাইকোর্ট) সামনে টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাবেক সচিব ড. মো. ইব্রাহীম হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভূক্তির প্রস্তাব গ্রহণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এ ধরনের যে কোন ষড়যন্ত্র টাঙ্গাইলবাসী রুখে দিবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গের জেলা সমূহের যোগাযোগের প্রবেশদ্বার টাঙ্গাইল থেকে অচল করে দেওয়া হবে। বক্তারা একটি মীমাংসীত বিষয়কে নতুন করে বিতর্কে না আনার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ঢাকা বসবাসরত টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করে। বিশেষ করে আইনজীবী, সাংবাদিকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্র-শিক্ষকরা অংশগ্রহণ করে। ছাত্র দল নেতা সামছুল আরেফিন ও রবিন খানের সঞ্চালনায় এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে টাঙ্গাইল জেলা সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনি খন্দকার, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সাবেক সভাপতি খন্দকার ফজলুর রহমান, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি মোঃ আশরাফ আলী, সমিতির যুগ্ম সম্পাদক সামছুল আলম কমল, মায়নুল ইসলাম খোসনবীস, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার গোলাম নবী, মির্জা মাহাবুব হোসেন লাল্টু, রুহুল আমিন, কোষাধ্যক্ষ আল-আমিন, জাতীয়তাবাদী ছাত্র দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, নাজমুল হক, সাবেক সহ-সভাপতি মোঃ সুরুজ মন্ডল, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি মাইনুদ্দিন মঞ্জু, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে খন্দকার মাহবুবুর রহমান মাহি, মোঃ মেসকাত, মোজাম্মেল মামুন, আল-আমিন পলাশ, সাইফুল ইসলাম খান, গোলাম মোস্তফা গোলাপ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, এ্যাডভোকেট মাজহারুল ইসলাম মোশকাত, এ্যাডভোকেট জীবন নাহার রুপা, সোহেল রানা স্বপন, কৃষিবীদ আছাদ, এ্যাডভোকেট জমির উদ্দিন, ছাত্র দলের ঢাকসুর রোকেয়া হল সংসদের নেত্রী শরীফা ইসলাম সুচনা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়