শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে ◈ গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় ২ জন আটক (ভিডিও) ◈ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ◈ স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী, নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা (ভিডিও) ◈ বাংলাদেশে সংবাদ প্রকাশে অনেক সংস্থা ডমিনেট করে, এজন্য সংবাদ প্রকাশ করা যায় না: একে আজাদ ◈ রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল ◈ নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, গুজব রোধে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ◈ নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালোজাদু! যুবতীর বাড়িতে হাজির এক যুবক

ভারতের নয়ডায় এক নারীর বাড়িতে গিয়ে হাজির এক যুবক। তার দাবি ওই নারী তাকে কালোজাদু করেছে। শনিবার আকস্মিক সীমা হায়দার নামে ওই নারীর বাড়িতে প্রবেশ করে সেই যুবক। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ওই যুবককে তেজস নামে শনাক্ত করেছে। সে গুজরাটের সুরেন্দর নগরের বাসিন্দা। পুলিশ বলেছে, তেজসকে দেখে মনে হচ্ছে মানসিকভাবে বিকারগ্রস্ত সে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সে সীমা হায়দারের বাসায় প্রবেশের চেষ্টা করে।

রাবুপুরো কোতোয়ালি পুলিশের ইনচার্জ সুজিত উপাধ্যায় বলেন, তেজসের বাড়ি গুজরাটে। ট্রেনে করে সে গুজরাট থেকে নয়া দিল্লি গিয়েছে। সেখান থেকে বাসে করে সীমাদের গ্রামে যায়। এক পর্যায়ে মোবাইলে সীমার ছবি তোলে। এ অভিযোগে তেজসকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে বলেছে, সীমা তাকে কালোজাদু করেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। 

উল্লেখ্য, সীমার বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে। ২০২৩ সালের মে মাসে সন্তানদের নিয়ে তিনি করাচির বাড়ি ছাড়েন। তারপর নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন। এরপরের জুলাই মাসে তিনি সংবাদ শিরোনাম হন। তখন ভারত কর্তৃপক্ষ দেখতে পায় যে, সীমা বসবাস করছেন শচিন মিনার (২৭) সঙ্গে। সীমা হায়দার দাবি করেন শচিনের সঙ্গে তার বিয়ে হয়েছে। 

উল্লেখ্য, সীমার প্রথম স্বামী পাকিস্তানে। তার নাম গোলাম হায়দার। তার ঔরসে সীমার চারটি সন্তান এবং শচিনের সঙ্গে একটি মেয়ে সন্তান আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়