শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, পৃথিবী ধ্বংসের শুরু চলতি বছরেই

বুলগেরিয়ার বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। ২০২৫ সালটি বিশ্ববাসীর জন্য হবে ভয়াবহ—এমনই মতামত দিয়েছেন বাবা ভাঙ্গা। সেই ভয়াবহতার মধ্যে থাকবে যুদ্ধ, ধ্বংস, ভিনগ্রহের প্রাণীর সঙ্গে যোগাযোগ, এমনকি মানুষের মস্তিষ্ক থেকে মস্তিষ্কে যোগাযোগের (টেলিপ্যাথি) অভাবনীয় উন্নতি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের বরাতে এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বাবা ভাঙ্গার দাবি, যেই মুহূর্তে সিরিয়া পতন ঘটবে, সেই সময় থেকেই শুরু হবে এক ভয়াবহ যুদ্ধ যা ছড়িয়ে পড়বে পশ্চিম ও পূর্বের মধ্যে। 

বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেন, 'পূর্বে একটি যুদ্ধ শুরু হবে যা পশ্চিমকে ধ্বংস করে দেবে।' আরও একটি কথায় বলেন, 'সিরিয়া বিজয়ীর পায়ে পতিত হবে, কিন্তু সেই বিজয়ী প্রকৃত বিজয়ী হতে পারবে না।' যা আজকের বৈশ্বিক বাস্তবতার সঙ্গেও মিলে যায় বলে অনেকে মনে করছেন। 

ভাঙ্গা আরও বলেন, ২০২৫ সালেই ভিনগ্রহের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে মানবজাতি, যা হয়তো এক বৈশ্বিক সংকট বা মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে বিশ্ববাসীকে। 

ভাঙ্গার দেওয়া এই ভবিষ্যদ্বাণীর বাস্তবতার ইঙ্গিত পাওয়া যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রতিশ্রুতি থেকে, যেখানে ট্রাম্প বলেছেন, আবার ক্ষমতায় এলে আমেরিকার ভিনগ্রহ-সংক্রান্ত সব গোপন নথি প্রকাশ করবেন তিনি।

বাবা ভাঙ্গার দাবি অনুযায়ী, ২০২৫ সালের মধ্যেই মানুষ টেলিপ্যাথির মাধ্যমে একে অপরের সঙ্গে সরাসরি মস্তিষ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ইলন মাস্কের ব্রেইন-চিপ প্রযুক্তিও ইতিমধ্যে এই সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মানুষে-মানুষে ভেতর যোগাযোগ করার যুগ কি তাহলে শুরু হতে চলেছে?

বাবা ভাঙ্গার ভবিষ্যতের টাইমলাইন: ২০২৫: ইউরোপে ছড়িয়ে পড়া বিশাল যুদ্ধটি গোটা মহাদেশের জনসংখ্যায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

২০৪৩ সালে ইউরোপে মুসলিম শক্তির বিকাশ ঘটবে। ২০৪৬ সালে মানুষের দেহ কৃত্রিমভাবে তৈরি করা হবে। ২০৬৬ সালে আমেরিকার হাতে এমন ক্ষমতা আসবে যে পরিবেশকে ধ্বংস করা যাবে।

২০২৮: মানুষ শুক্র গ্রহে শক্তির খোঁজে যাত্রা শুরু করবে মানবজাতির প্রতিনিধিদল।
২০৩৩: বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ভয়াবহভাবে বাড়িয়ে দিবে।
২০৭৬: বিশ্বের অনেক দেশে সমাজতন্ত্রের বিস্তার ঘটবে।
২১৩০: ভিনগ্রহবাসীদের সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপন হতে পারে।
২১৭০: বৈশ্বিক খরা বড় ধরনের প্রভাব ফেলবে।
৩০০৫: পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের একটি সভ্যতার যুদ্ধ লেগে যেতে পারে।
৩৭৯৭: পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং মানুষ ছাড়বে বাধ্য হবে এই গ্রহ।
৫০৭৯: পৃথিবীর সম্পূর্ণ অবসান।

বুলগেরিয়ার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ৫০৭৯ সালে পৃথিবীর সম্পূর্ণ অবসান ঘটবে। এই ভবিষ্যদ্বাণীটি তার সবচেয়ে রহস্যময় এবং ভীতিকর দাবিগুলোর একটি। যদিও তিনি এর পেছনে নির্দিষ্ট কারণ বা ব্যাখ্যা দেননি। '৫০৭৯ সালে পৃথিবীর সমাপ্তি' হবে এই কথাটি হয়তো সত্যিকারের ধ্বংস অর্থে নয় বরং রূপক অর্থে। এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি, প্রকৃতি ও মূল্যবোধের ভারসাম্য রক্ষা করা ছাড়া ভবিষ্যৎ অনিশ্চিত। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়